ভারতীয় পাসপোর্ট ব্যবহারের অভিযোগে কলকাতার নেতাজী সুভাস চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর (এনএসসিবিআই) থেকে এক বাংলাদেশি নারীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার দোহা থেকে কলকাতা হয়ে রিতা খাতুন নামে মধ্যবয়সী ওই বাংলাদেশি নারী নিজের দেশে ফিরে যাচ্ছিল বলে জানা গেছে। এ সময় কলকাতা বিমানবন্দরের অভিবাসন দফতরের কর্মকর্তাদের সন্দেহ হওয়ায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই আসল ঘটনা সামনে আসে।
জানা যায় ২০০৯ সালে বাংলাদেশ থেকে বেনাপোল সীমান্ত হয়ে ভারতে প্রবেশ করেছিলেন ওই নারী। এরপর কাজের সন্ধানে তিনি দিল্লিতে চলে যান, এবং বেশ কিছুদিন সেখানে কাজও করেন। দিল্লি থেকে তিনি চলে যান মুম্বাই, সেখানে স্থানীয় এক যুবককে বিয়ে করেন। পরবর্তীতে ভারতে বসবাসের প্রয়োজনীয় নথি বানিয়ে ফেলেন ওই নারী। আর সেখান থেকে পাড়ি দেন সুদূর মধ্যপ্রাচের দেশ দোহা-তে। মঙ্গলবার দোহা থেকে কলকাতা হয়ে বাংলাদেশ ফেরার পথে তাকে প্রথমে আটক করে অভিভাসন দফতরের কর্মকর্তারা। এরপর দফায় দফায় তাকে জিজ্ঞাসাদ করা হয়। রাতেই ওই নারীকে এনএসসিবিআই বিমানবন্দর থানার হাতে তুলে দেওয়া হয়। আজ ওই নারীকে ব্যারাকপুর আদালতে তোলার কথা রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল