১৩ ডিসেম্বর, ২০১৯ ১৩:২৯

জরুরি বৈঠক ডেকেছেন মমতা

অনলাইন ডেস্ক

জরুরি বৈঠক ডেকেছেন মমতা

ফাইল ছবি

নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে এবার ভারত জুড়ে প্রতিবাদ আন্দোলন ছড়িয়ে দিতে চায় তৃণমূল কংগ্রেস। আর সেই লক্ষ্যেই দলীয় কৌশল নির্ধারণ করতে নিজের দলের সাংসদ এবং বিধায়কদের নিয়ে বিশেষ বৈঠকে বসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বরাবরই নাগরিকত্ব সংশোধনী বিল এবং এনআরসি নিয়ে প্রতিবাদে সোচ্চার হয়েছেন তৃণমূল নেত্রীসহ রাজ্যের শাসক দল। তৃণমূলের এক নেতা বলেন, বাংলায় এনআরসি এবং নাগরিকত্ব সংশোধনী বিল প্রয়োগের বিরোধিতা করার জন্যে কীভাবে এগোবে দল, সে বিষয়ে নীতি নির্ধারণ তথা দলীয় কৌশল ঠিক করতেই ওই বৈঠক ডাকা হয়েছে।

তৃণমূলের সমস্ত শীর্ষস্থানীয় নেতা এবং দলের সাংসদ-বিধায়কদের ওই বৈঠকে উপস্থিত থাকার বিষয়ে নির্দেশ দিয়েছেন দলনেত্রী। ওই তৃণমূল নেতা বলেন, তৃণমূল নেত্রী আগামী ২০ ডিসেম্বর ওই জরুরি বৈঠক আহ্বান করেছেন। জেলা সভাপতি, দলীয় সাংসদ এবং বিধায়কসহ সমস্ত শীর্ষস্থানীয় নেতাকে ওই বৈঠকে অবশ্যই উপস্থিত থাকতে বলা হয়েছে। নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে লড়াইয়ের কৌশল অবলম্বন করতেই ওই বৈঠক।'

সূত্র: এনডিটিভি

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর