পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপি এবার ২ শতাধিক আসনে জয় পাবে বলে জানিয়েছেন দেশটির প্রভাবশালী অভিনেতা মিঠুন চক্রবর্তী। আজ পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে প্রচার চলাকালে এসব কথা বলেন তিনি।
মিঠুন বলেন, ‘মানুষকে আত্মবিশ্বাস দিতে এসেছি। বলতে এসেছি, নিজের অধিকার ছিনিয়ে নিতে হবে। এটা তাদের গণতান্ত্রিক অধিকার। মানুষের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি। আমার একটাই স্লোগান গরিবকে বলো, নিজেদের অধিকার ছিনিয়ে নিতে। আরও একটা কথা বলব, বাংলার মানুষকে আন্ডার এস্টিমেট না করবেন না, তারা কেউ ভয় পান না, সকলেই বেরিয়ে এসে ভোট দেবেন।’
পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে রোড শো করেন মিঠুন চক্রবর্তী। এদিন মিঠুন চক্রবর্তীর হুডখোলা জিপে ছিলেন কেশিয়ারি বিধানসভার বিজেপি প্রার্থী সোনালী মুর্মু।
বিডি প্রতিদিন/আরাফাত