আগামী ২৭ মার্চ থেকে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিধানসভার নির্বাচন। মোট আট দফায় রাজ্যটির ২৯৪ টি আসনে ভোট নেওয়া হবে। প্রথম দফায় ভোট গ্রহণ ৩০ টি আসনে। তাই প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। ভোটারদের মন পেতে প্রচারণায় নিত্যনতুন পদ্ধতিও অবলম্বন করছেন কেউ কেউ।
নির্বাচনী প্রচারণায় বেরিয়ে একেবারে সটান স্নানঘরে ‘খড়গপুর সদর’ কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিনেতা হিরণ চ্যাটার্জি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হিরণের একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে প্রচারণায় বেরিয়ে সারাগায়ে সাবানের ফেনা মাখা এক ব্যক্তির সাথে হাসিমুখে পোজ দিচ্ছেন হিরণ।
জানা গেছে প্রচারে হিরণ আসছেন শুনে ওই ব্যক্তি সাবান মাখা অবস্থায় স্নানঘরের বাইরে বেরিয়ে আসেন। আর তা দেখে হাসি চাপতে পারেননি হিরণও। পরে সাবান মাখা ওই ব্যক্তির পাশে দাঁড়িয়ে ছবি তোলেন। সেই ছবি এখন ভাইরাল।
হিরণের ওই ছবি পোস্ট করেই বিজেপির বেহালা পূর্ব কেন্দ্রের প্রার্থী পায়েল সরকার লিখেছেন ‘..তাই বলে ভোটের জন্য লোকের বাথরুমে ঢুকে পড়বি? হিরো হিরণ।’
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’এর উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন টলিউড অভিনেতা। এরপরই খড়গপুর সদর কেন্দ্রে তাকে প্রার্থী করে দল।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন