জনপ্রিয় ভারতীয় অভিনেতা মিঠুন চক্রবর্তী এবার নিজেকে মাদার তেরেসার সঙ্গে তুলনা করে বলেছেন, ‘স্বীকার করছি আমিও বহিরাগত। আর এইভাবে বহিরাগত বললে তো সিস্টার নিবেদিতাও বহিরাগত ছিলেন। বহিরাগত ছিলেন মাদার তেরেসাও।’
বিজেপিতে যোগ দেওয়ার পর গতকাল বৃহস্পতিবারই প্রথম ভোটের ময়দানে প্রচারণায় নেমে এ কথা বলেন তিনি। এর মধ্য দিয়ে মূলত মমতা ব্যানার্জিকে এক হাত নিলেন এই অভিনেতা। আগে থেকেই মমতা 'বহিরাগত' শব্দটিকে নির্বাচনী প্রচারণায় বারবার ব্যবহার করছেন এবং বিজেপিকে বহিরাগত দল বলছেন। এবার এই বহিরাগত ইস্যুর পাল্টা দিলেন মিঠুন।
কারো নাম না করলেও রাজ্যের উন্নয়ন প্রসঙ্গে ঘুরিয়ে তৃণমূল কংগ্রেস সরকারকে পাল্টা আক্রমণ করে তিনি বলেন, ‘আসলে বহিরাগত তারাই, যারা ক্ষমতায় থেকেও মানুষের পাশে থাকেননি। আমি ক্ষমতার জন্য রাজনীতিতে আসিনি। মানুষের পাশে থাকতে এসেছি।’
বিডি-প্রতিদিন/শফিক