কঠিন হুঁশিয়ারি দিলেন মমতা ব্যানার্জি। তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেছেন, ওদের (বিজেপি) হোঁদল কুতকুত মন্ত্রী বলছে ধামাকা করবে। আমিও দেখব কি করে। গিলে খাবে বাংলাকে? আমাকে যদি গিলেও খায়, তাহলে আমি আবারও পেট ফুঁড়ে বেরিয়ে আসব। সাহস থাকলে সামনে থেকে লড়াই করুক।
আজ শুক্রবার এক নির্বাচনী প্রচরণায় তিনি এ কথা বলেন। মমতা আরও বলেন, বহিরাগত নেতার মতই বহিরাগত গুণ্ডা দিয়ে বাংলায় ভোট করাতে এসেছিল। ৩০ জনকে বন্দুকসহ ধরেছে পুলিশ। শুধু মিথ্যে বলছে নির্বাচন কমিশনকে।
উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনে সকলের নজরে নন্দীগ্রামে। তৃণমূল বনাম বিজেপি, একদিকে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি এবং অন্যদিকে একসময় তারই ছত্রছায়ায় থাকা আজকে তারই প্রতিপক্ষ বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। হাড্ডাহাড্ডি লড়াই জমে উঠেছে রাজনীতির ময়দানে।
বিডি-প্রতিদিন/শফিক