ভোট দিয়ে বাসায় ফিরেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের এক বৃদ্ধ। ঘটনায় স্বাভাবিকভাবেই কান্নায় ভেঙে পড়েছে পরিবার। শোকেস্তব্ধ গোটা গ্রাম।
জানা গেছে, মুর্শিদাবাদের ফারাক্কার বেনিয়া গ্রাম পঞ্চায়েতের বিন্দুগ্রাম বাঙালিপাড়ার বাসিন্দা ওই বৃদ্ধ। নাম শিশুপদ মণ্ডল। বয়স ৮২। বেলা বাড়তেই ভোটের লাইনে ভিড় করবেন বহু মানুষ, সেই কারণে সোমবার সকাল সকাল স্থানীয় ৫৬ নম্বর বুথে ভোট দিতে গিয়েছিলেন শিশুপদ মণ্ডল। ভোট দিয়ে ঘরে ফিরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। কান্নায় ভেঙে পড়েন তার পরিবারের সদস্যরা। কী কারণে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে এখনও তা স্পষ্ট না হলেও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, প্রচণ্ড গরমের কারণেই এই মর্মান্তিক মৃত্যু।
মৃতের ছেলে রাজপতি মণ্ডল জানিয়েছেন, তার বাবার শারীরিক অবস্থাও খুব একটা ভাল ছিল না বেশ কিছুদিন ধরেই। তা সত্ত্বেও এদিন ভোট দিতে গিয়েছিলেন তিনি। তবে এর পরিণতি এতটা মর্মান্তিক হবে তা কল্পনা করতে পারেনি পরিবার।
উল্লেখ্য, সপ্তম দফায় মুর্শিদাবাদের ১১টি আসনে চলছে ভোট। কোথাও কোথাও বিক্ষিপ্ত সংঘর্ষ হলেও স্থানীয় সময় বেলা দশটা পর্যন্ত পরিস্থিতি মোটামুটি শান্ত ছিল। সূত্র: সংবাদ প্রতিদিন
বিডি প্রতিদিন/কালাম