১৬ অক্টোবর, ২০২১ ২২:২৫

ত্রিপুরায় ‘বৈধ কাগজপত্র’ বিহীন সাত বাংলাদেশি আটক

অনলাইন ডেস্ক

ত্রিপুরায় ‘বৈধ কাগজপত্র’ বিহীন সাত বাংলাদেশি আটক

ভারতের ত্রিপুরার পশ্চিম জেলার আমতলী থানার সন্তোষনগর থেকে সাত বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। পুলিশ বলছে, আটকের সময় তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

শনিবার সন্ধ্যার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, শফিকুল ইসলাম (৩৮), মোহাম্মদ মামুন হোসেন (৩৪), আব্দুল মুনাফ আলী (৪০), আব্দুর রাজ্জাক (৩২), মো. হান্নান (৩১), মো. রেজান হোসেন (৩৯) ও মো. নজরুল ইসলাম (৩১)।  

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্ধার্থ কর জানান, সন্তোষনগর এলাকার সুকেশ সরকার নামে এক ব্যক্তির বাড়িতে সাতজন বাংলাদেশের নাগরিক রয়েছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যার দিকে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির ভেতর একটি নির্মাণাধীন ঘর থেকে তাদের আটক করা হয়।

তিনি আরও জানান, এ সময় তারা পুলিশকে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এছাড়া বাড়ির মালিক সুকেশকে বাড়িতে পাওয়া যায়নি। কী কারণে তারা অবৈধভাবে ত্রিপুরা রাজ্যে প্রবেশ করেছেন তা জানার চেষ্টা চলছে।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর