কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে কোভিড-১৯ সংক্রমণ বাড়ছে। সেই সাথে বাড়ছে করোনার নতুন ধরন ওমিক্রনে সংক্রমণের সংখ্যাও। এই পরিস্থিতিতে ফের একবার কড়া বিধিনিষেধ চালু করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সেক্ষেত্রে স্কুল-কলেজসহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান ফের বন্ধ করা হয়েছে।
এছাড়া লোকাল ট্রেনের সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। সেইসাথে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করার ক্ষেত্রেও লাগাম টানা হয়েছে। জারি করা হয়েছে ‘নাইট কারফিউ’। রবিবার রাজ্য সরকারের সচিবালয় নবান্নে করোনা সম্পর্কিত এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর সংবাদ সম্মেলন করে এই নতুন নির্দেশিকা জানান মুখ্যসচিব এইচ. কে. দ্বিবেদী। সেক্ষেত্রে আগামীকাল (৩ জানুয়ারী) সোমবার থেকে রাজ্য জুড়েই এই বিধিনিষেধ চালু হচ্ছে। আর তা বহাল থাকবে আগামী ১৫ জানুয়ারী পর্যন্ত। এরপর পরিবর্তিত পরিস্থিতি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিবৃতিতে বলা হয়েছে, সোমবার থেকেই স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়গুলি বন্ধ থাকবে। কেবলমাত্র ৫০ শতাংশ জনবল নিয়ে প্রশাসনিক কাজ চলতে পারে। সমস্ত সরকারি ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠানগুলিতে ৫০ শতাংশ কর্মী উপস্থিতি নিয়ে খোলা থাকবে এবং ‘ওয়ার্ক ফ্রম হোম’এর ওপর জোর দেওয়া হয়েছে। সমস্ত সুইমিং পুল, স্পা, জিম, বিউটি পার্লার, সেলুন, বিনোদনমূলক পার্ক, চিড়িয়াখানা, পর্যটন স্থল বন্ধ থাকবে। শপিং মল, মার্কেট কমপ্লেক্স, রেস্তোরা, বার, থিয়েটার হল, সিনেমা হল গুলিতে ৫০ শতাংশ মানুষের উপস্থিতি নিয়ে রাত ১০ টা পর্যন্ত খোলা থাকবে।
বিডি-প্রতিদিন/শফিক