প্রথম দিন কোয়ার্টারে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ! সেদিন ছবিও তুলে রাখা হয়েছিল! এরপর সেই ছবি দেখিয়ে ব্ল্যাকমেলিং করে বারবার ধর্ষণ। এমন অভিযোগ উঠেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আলিপুরদুয়ার জেলা হাসপাতালে কর্মরত এক চিকিৎসকের বিরুদ্ধ। বিস্ফোরক অভিযোগটি করেছেন ওই হাসপাতালেরই কর্মরত এক নার্স। খবর হিন্দুস্তান টাইমসের।
খবরে বলা হয়েছে, আলিপুরদুয়ার ওই নার্স থানায় চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ করেছেন। ওই নার্স ২০১৬ সালে কাজে যোগ দিয়েছিলেন। তখন হাসপাতালের ওই গাইনোকলজিস্টর সঙ্গে তার পরিচয় হয়।
ওই নার্সের অভিযোগ, প্রথমবার হোলির দিন কোয়ার্টারে ডেকে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয়। এরপর সেই ছবি দেখিয়ে ব্ল্যাকমেলিং করে বারবার ধর্ষণ করা হয়েছে তাকে। এমনকি আলিপুরদুয়ার শহরে ফ্ল্যাটে ডেকে নিয়ে গিয়েও তাকে ওই চিকিৎসক ধর্ষণ করেছিলেন। এসব ঘটনা বাইরে কাউকে বললে অশ্লীল ছবি ভাইরাল করে দেওয়ারও হুমকি দেন ওই চিকিৎসক।
তবে ওই চিকিৎসকের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে খবরে বলা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, কারোর ব্যক্তিগত বিষয় নিয়ে কিছু জানা নেই। আলিপুরদুয়ারের নামকরা ওই চিকিৎসকের বিরুদ্ধে এ ধরনের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক তোলপাড় চলছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ