কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ থেকে আসা এক নারীর শরীরে করোনা পজেটিভ মিলেছে। কিলবানে কিরাতি মেরি নামে ওই ব্রিটিশ নারী কুয়ালালামপুর থেকে কলকাতায় আসেন।
রবিবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে এয়ার এশিয়ার বিমান একে-৬৩ বিমানে কলকাতা বিমানবন্দরে নামেন তিনি। এরপরে বিমানবন্দরেই তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করেন স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা। সেখানেই রাপিড অ্যান্টিজেন টেস্টে তার কোভিড পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। এরপরেই অন্য যাত্রীদের থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। পরে তাকে কলকাতার বেলেঘাটার ইনফেক্সাস ডিজিজ (আইডি) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এই মুহূর্তে বেলেঘাটা হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ৪৮ বছর বয়সী ওই নারীকে। করোনায় আক্রান্ত ওই বিদেশি নারীর নমুনা জেনোম সিকোয়েন্সিংয়ের জন্য পরীক্ষাগারে পাঠানো হবে। এরপরই স্পষ্ট হবে করোনার নতুন ভ্যারিয়েন্ট বিএফ-৭ আছে না কি অন্য কোনো ভ্যারিয়েন্টে আক্রান্ত ওই নারী।
ওই ব্রিটিশ নারীর শরীরে কোভিড পজিটিভ আসার পরেই বিমানবন্দরে আতঙ্ক ছড়ায়। জানা গেছে, কুয়ালালামপুর থেকে কলকাতা হয়ে বুদ্ধগয়া যাচ্ছিলেন ওই নারী।
এদিকে ওই নারীর সাথে থাকা বিমানের অন্য যাত্রীদেরও পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে খবর। যদিও প্রত্যেকেরই রান্ডম টেস্ট করা হয়। কিন্তু কারো শরীরেই পজেটিভ ধরা পড়েনি বলেই জানা গেছে। তবুও কোনোরকম ঝুঁকি নিতে নারাজ স্বাস্থ্য মন্ত্রণালয় বা বিমানবন্দর কর্তৃপক্ষ।
উল্লেখ্য, চীনে ইতোমধ্যেই নতুন করে উদ্বেগ বাড়িয়েছে করোনা। আক্রান্তের সংখ্যা বাড়ছে। চীনের পাশাপাশি ব্রাজিল, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, হংকং, তাইওয়ানসহ আরো কয়েকটি দেশেও বাড়ছে করোনার সংক্রমণ।
চীনে নতুন করে কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধির পেছনে যে ভ্যারিয়েন্টকে দায়ী করা হচ্ছে- সেই ওমিক্রন ভ্যারিয়েন্টের নতুন সাব-ভারিয়ান্ট ‘বিএফ-৭’ এর সন্ধান পাওয়া গেছে ভারতেও। স্বভাবতই নতুন করে উদ্বেগ বাড়ছে ভারতেও। যদিও গোটা দেশেই একাধিক রাজ্যের তরফে বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। দফায় দফায় বৈঠকে বসছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও কোভিদের নতুন ধরন নিয়ে সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। ওসব দেশ থেকে ভারতে আগত নাগরিকদের বিমানবন্দরেই রান্ডম কোভিড পরীক্ষা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ