বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। ১৫ মাস বাকি। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়ে দিলেন, ২০২৪ সালে লোকসভা ভোটের লড়াইয়ে বাম, কংগ্রেসের বিরোধী জোটের অংশ হবে না তৃণমূল।
বৃহস্পতিবার নবান্নে তিনি বলেন, ‘‘তৃণমূল আর মানুষের জোট হবে। আমরা ওদের (বাম এবং কংগ্রেস) কারও সঙ্গে যাব না। একা লড়ব মানুষের সমর্থন নিয়ে।’’
ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ডের পাশাপাশি বৃহস্পতিবার ছিল মুর্শিদাবাদের সাগরদিঘির উপনির্বাচনের ফলঘোষণা। পঞ্চায়েত ভোটের আগে অতীতের এই জেতা আসন হাতছাড়া হল তৃণমূলের। জয়ী হয়েছেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী। বাম-কংগ্রেসের এই জোট ‘অনৈতিক’ বলে বর্ণনা করেছেন মমতা।মমতা দাবি করেছেন, ‘সিপিএম ও কংগ্রেস রাজ্যে বিজেপির সঙ্গে সেটিং করে নিয়েছে। ওদের মধ্যে জোট আছে। তাহলে সিপিএম ও কংগ্রেস কী করে বিজেপির বিরুদ্ধে লড়বে? কী করে কংগ্রেস ও সিপিএম নিজেদের বিজেপি-বিরোধী বলে নিজেদের দাবি করে?’
সূত্র : আনন্দবাজার পত্রিকা, ডয়চে ভেলে
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ