বগুড়ায় কালো গ্লাস লাগানো যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করতে শুরু করেছে ট্রাফিক পুলিশ বিভাগ। জেলায় গত দুই দিনে ১১ টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
জানা যায়, ১০ মে'র মধ্যে বগুড়ার সকল যানবাহন থেকে কালো গ্লাস অপসারনের নির্দেশনা জারী করেছিলেন বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম। ১১ মে থেকে শহরের বিভিন্নস্থানে ট্রাফিক সার্জেন্টরা অভিযান শুরু করেন। ১১ ও ১২ মে দুই দিনে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১টি যানবাহনে বিরুদ্ধে মামলা করে ট্রাফিক সার্জেন্টরা।
বগুড়া ট্রাফিক পুলিশ ফাঁড়ির সার্জেন্ট ইনচার্জ নাহিদ পারভেজ জানান, ১০ মে পর্যন্ত গাড়ীর কালো গ্লাস ব্যবহারকারিদের কালো গ্লাস খুলে ফেলার কথা বলা হয়। এরপর ১১ মে থেকে অধিকাংশ যানবাহন থেকেই কালো গ্লাস থাকায় মামলা দায়ের করা হয়েছে।
আজ দুপুর পর্যন্ত শহরের এধরনের যানবাহন পাওয়া যায়নি। অভিযান অব্যাহত রয়েছে।