রাজধানীর উত্তরা এলাকা থেকে জাল ডলার তৈরির অভিযোগে দুই নারীসহ তিন আফ্রিকান নাগরিককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন পারেজ ওয়াই পারেজ ইফরায়েন (৩৭), সেনকারিন নাট্টি (৩৬) ও মিকু সানডিও নাথালি লাওরেল (২১)। মঙ্গলবার রাতে উত্তরার ৫ নম্বর সেক্টরের ৪ নম্বর রোডের ৪৪ নম্বর বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, এ সময় তাদের কাছ থেকে জাল ডলার তৈরির ৩০ বান্ডিল কাগজ, ডলার তৈরির নির্দেশিকা, সাদা প্লাস্টিক বোতলে তরল পদার্থ পাওয়া গেছে। এরা আন্তর্জাতিক চক্রের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ। ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ডিসি শেখ নাজমুল আলমের তত্ত্বাবধানে একটি দল মঙ্গলবার রাতে ওই বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তাদের কাছ থেকে জাল ডলার তৈরির ৩০ বান্ডিল কালো পেপার, প্রতিটি বান্ডিলের লেভেলে ইংরেজিতে মার্কিন ডিপার্টমেন্ট অব ট্রেজারি ১১ নোট, যাতে ৫০ হাজার ডলার লেখা রয়েছে। এ ছাড়াও সাদা প্লাস্টিকের বোতলে ১০০ এমএল সাদা তরল পদার্থ জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন, তারা জাল ডলার তৈরির আন্তর্জাতিক চক্রের সঙ্গে জড়িত। যুগ্ম কমিশনার বলেন, গত বছর আন্তর্জাতিক পুলিশ সংস্থা-ইন্টারপোল জাল ডলার তৈরির চক্র সম্পর্কে একটি ই-মেইল পাঠিয়েছিল। সেই সূত্র ধরে কাজ শুরু করে গোয়েন্দারা। তিন আফ্রিকান ট্যুরিস্ট ভিসায় তিন মাস আগে বাংলাদেশে আসেন। এদের মধ্যে পুরুষ সদস্য ইয়ারফেন দক্ষিণ আফ্রিকার এবং নারী দুজন নাট্টি ও মিকু ক্যামেরুনের নাগরিক বলে জানান তিনি।
শিরোনাম
- কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে র্যাব সদস্য নিহত
- অনলাইন স্ক্যাম ধরতে গুগলের নতুন অস্ত্র ‘জেমিনি ন্যানো’
- জুলাই বিপ্লবে শহিদ ৮ লাশের পরিচয় উদ্ঘাটনে সহায়তার আহ্বান
- কেরানীগঞ্জের শুভাঢ্যা খালের প্রাণ প্রবাহ ফিরিয়ে আনা হবে : রিজওয়ানা
- ট্রাম্প কি পারস্য উপসাগরের নাম বদলাতে পারেন?
- 'ফেসবুক-ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার'
- হেলিকপ্টার-ড্রোন-মারণাস্ত্র দিয়ে আন্দোলনকারীদের নিশ্চিহ্ন করার নির্দেশ ছিল হাসিনার
- চার দশকের বিদ্রোহের অবসান, নিজেদের বিলুপ্ত ঘোষণা করল কুর্দিরা
- এআই থেকে মুক্তি পেতে চান ব্রিটিশ তারকারা
- ঠাকুরগাঁওয়ে প্রি-পেইড মিটার চালুর সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ
- গরমে লাউয়ের রস খাওয়ার যত উপকার
- কাশ্মীর এখন কেমন আছে?
- পিলখানা বিদ্রোহ : আরও ৪০ জওয়ান পেলেন জামিন
- ‘সূর্য উঠলে দেখতে পাবেন’, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল প্রসঙ্গে সিইসি
- লাভের আশায় দিনাজপুরের বাজারে অপরিপক্ব লিচু
- আজ আলোচনায় বসছে ভারত-পাকিস্তান
- নেতাকর্মীদের ধৈর্যের আহ্বান জামায়াত আমিরের
- ফেনীতে বিজিবির কড়া নজরদারি, টহল জোরদার
- যুদ্ধবিরতির পর কাশ্মীরে ‘নিরব ও সংঘর্ষমুক্ত রাত’ : ভারতীয় সেনাবাহিনী
- হোয়াটসঅ্যাপে এবার চ্যাট হবে আরও সুরক্ষিত
জাল ডলার তৈরি
তিন আফ্রিকান নাগরিক গ্রেফতার
নিজস্ব প
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর