বগুড়ার নন্দীগ্রামে চাষ হচ্ছে সৌদি খেজুর। সৌদি আরবের নানা জাতের খেজুর গাছের বাগান গড়ে তুলেছেন নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের তুলাশন ধুন্দারের আবদুর রউফ হিরো। বাগানে প্রায় ৪ শতাধিক খেজুর গাছ রয়েছে। গাছগুলোর মধ্যে কয়েকটি গাছে ফল পাওয়া গেছে।
জানা যায়, ১৯৯৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে বিএফএ পাস করেন আবদুুর রউফ। এরপর বেকার জীবনের যন্ত্রণা থেকে মুক্তি পেতে ১৯৯৯ সালে সৌদি আরবে একটি বেসরকারি কোম্পানিতে ডিজাইনার হিসেবে চাকরিতে যোগ দেন। সেখানে মরুভূমিতে খেজুরের গাছ দেখে তিনি পরিকল্পনা করেন বাংলাদেশের মাটিতে খেজুর চাষ করার। এ ব্যাপারে ময়মনসিংহের ভালুকায় মোতালেব হোসেনের খেজুর বাগান তাকে অনুপ্রাণিত করে। ২০০৮ সালে দেশে ফেরার সময় আবদুুর রউফ সৌদি আরবের উন্নত জাতের খেজুর সঙ্গে নিয়ে এসে তার বীজ থেকে শুরু করেন খেজুরের বাগান। তিন বিঘার বেশি জমি নিয়ে বাগান তৈরি করেন। নাম দেন মা সৌদি খেজুর বাগান ও নার্সারি। ২০১৩ সালে বাগানের ৮টি গাছে খেজুর ধরে। সেসব খেজুর দেখতে এলাকাবাসী ভিড় করত। খেজুরগুলো বড় হলে স্থানীয়দের মধ্যে বিলিয়ে দেওয়া হয়। এরপর চলতি বছর সৌদি খেজুর বাগানে প্রায় ২৫টি গাছে ফুল ধরে। ফুলগুলো ঝরে গিয়ে ফলও ধরে। কিন্তু বৃষ্টির কারণে সেসব ফল নষ্ট হয়ে যায়। সাধারণত সৌদি খেজুর গাছে মার্চ মাসে ফুল ধরে এবং জুলাই-আগস্ট মাসে ফল পেকে যায়। আবদুর রউফ যখন খেজুর বাগান তৈরি করেন তখন তাকে নানা জনেই নানা কথা বলত। কেউ বলত মরুভূমির খেজুর সমতলভূমিতে হবে না। কেউ বা আবার পাগলও বলত। কিন্তু এখন খেজুর ধরায় আর কেউ কথা বলছে না। বরং এখন খেজুর বাগান দেখতে ভিড় করছে। সৌদি আরবের খেজুর চাষি আবদুর রউফ হিরো জানান, এ পর্যন্ত বাগান তৈরি করতে প্রায় ১০ লাখ টাকারও বেশি খরচ হয়েছে। কিছু চারা তৈরি করা হয়েছে। গত বছর থেকে খেজুরের গাছে খেজুর আসতে শুরু করায় মনে আশার সঞ্চার হয়েছে। বাগানে চার শতাধিক খেজুর গাছ রয়েছে। আগামী বছর আরও বেশি গাছে খেজুর আসবে। তিনি জানান, বিভিন্নজাতের মধ্যে বেশি চাষ করা হয়েছে সৌদি আরবের শাখাই নামের খেজুর।
শিরোনাম
- ভারতকে ৯৩ মিলিয়ন ডলারের জ্যাভলিন ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দেবে যুক্তরাষ্ট্র
- কৈলাশটিলায় বন্ধ কূপে নতুন করে মিলল গ্যাস
- চীনের হয়ে গুপ্তচরবৃত্তি, ফিলিপাইনের সাবেক মেয়রের যাবজ্জীবন কারাদণ্ড
- এবারও আঁধার কাটল না শ্যামপুর ও সেতাবগঞ্জ চিনিকলে, হতাশ চাষিরা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৪৫
- বগুড়ায় এসআর হেলথ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৯৭ মামলা
- হামলায় জড়িতদের গ্রেফতারে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- মুন্সীগঞ্জে যুবদল নেতা হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- পার্শ্ববর্তী দেশে বসে ফ্যাসিবাদরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে
- তিন রাজস্ব আইনের ইংরেজি সংস্করণের গেজেট প্রকাশ
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪
- শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
- হাসিনা পালানোতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলো : জয়নুল আবেদীন
- পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না : ডিএমপি কমিশনার
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
শুক্রবারের বিশেষ প্রতিবেদন
বগুড়ায় সৌদি আরবের খেজুর চাষ
আব্দুর রহমান টুলু, বগুড়া
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর