শাস্ত্রীয় সংগীতের উপমহাদেশের বিখ্যাত শিল্পীদের অনন্য পরিবেশনায় নান্দনিক সুষমা ছড়িয়ে পড়েছিল আবাহনী মাঠে। সুরের চাদরে আবৃত থেকে ধ্রুপদী একটি রাত পার করল উচ্চাঙ্গসংগীতের অনুরাগীরা। খেয়াল, সরোদ, সেতার, বাঁশি আর বেহালার ব্যাকরণগত পরিবেশনায় সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত সুরের সাগরে নিমজ্জিত ছিল অভিজাত সংগীতের উচ্চমার্গীয় শ্রোতারা। বেঙ্গল পরম্পরা সংগীত শিক্ষালয়ের শিক্ষার্থীদের ‘সেতার’ পরিবেশনা দিয়ে গতকাল তৃতীয় রাতের আসর শুরু হয়ে শেষ হয় পণ্ডিত অজয় চক্রবর্তীর ‘খেয়াল’ পরিবেশনের মধ্য দিয়ে। এ রাতের মূল আকর্ষণ ছিলেন উপমহাদেশের বিখ্যাত ক্ল্যাসিক্যাল শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী। আকাঙ্ক্ষিত এই সংগীতজ্ঞের সুরে স্নাত হওয়ার জন্য সন্ধ্যা থেকেই সুরপিয়াসীদের অপেক্ষা। অবশেষে তিনি এলেন, মঞ্চ থেকে সারা মাঠে দ্যোতনা ছড়িয়ে দিলেন আর ‘খেয়াল’-এর অনন্য পরিবেশনায় অগণিত শ্রোতাকে বেখেয়ালী করেই মঞ্চ ছাড়লেন। বিখ্যাত এই পণ্ডিদের ‘খেয়াল’ পরিবেশনের মধ্য দিয়েই ভোর পাঁচটায় আসরের তৃতীয় রাতের সমাপ্তি ঘটে। এর আগে সন্ধ্যায় বেঙ্গল পরম্পরা সংগীত শিক্ষালয়ের শিক্ষার্থীদের ‘সেতার’ পরিবেশনের মধ্য দিয়েই এ রাতের উদ্বোধন হয়। এই দলটিতে ছিলেন প্রসেনজিৎ মণ্ডল, টি এম সেলিম রেজা, রিঙ্কু চন্দ্র দাস, মেহরীন আলম, জ্যোতি ব্যানার্জি, মোহাম্মাদ কাউসার এবং জাহাঙ্গীর আলম শ্রাবণ। তাদের সঙ্গে তবলায় ছিলেন প্রশান্ত ভৌমিক ও সুপান্থ মজুমদার। পণ্ডিত কুশল কুমার দাসের কম্পোজিশনে তারা কিরওয়ানি রাগে সেতার অর্কেস্ট্রা পরিবেশন করেন। পরিবেশনা শেষে শিল্পীদের হাতে উৎসব স্মারক তুলে দেন বরেণ্য শিল্পী বিদ্বান ভিক্ষু বিনায়ক রাম। উদ্বোধনী এই পরিবেশনাটি শেষে মঞ্চে আসেন পিতা-পুত্র বিদ্বান ভিক্ষু বিনায়ক রাম ও সেলভাগনেশ বিনায়ক রাম। তারা ঘাটম ও কঞ্জিরার যুগলবন্দী পরিবেশনায় অনন্য উচ্চতায় উন্নীত করেন সুরের এই আসরকে। এই যুগলের সঙ্গে কাঞ্জিরা ও কোনাক্কল বাজিয়েছেন স্বামীনাথন এবং মোরসিংয়ে ছিলেন এ. গণেশন। শুরুতেই এই পিতা-পুত্র ঘাটমে শিবস্তব করেন। পরে তারা গুরুবন্দনা ও গণপতি বাজিয়ে দর্শকদের মুগ্ধ করেন। শিল্পীদের হাতে উৎসবের স্মারক সম্মাননা তুলে দেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ। এরপর খেয়াল পরিবেশন করেন সরকারি সংগীত কলেজের শিক্ষার্থীরা। এই দলটি মালকোষ রাগে খেয়ালের খেলায় বিমোহিত করেন আবাহনী মাঠে আগত শ্রোতাদের। এরপরে ‘সরোদ’-এর অনুপম সুরে শ্রোতাদের মোহাবিষ্ট করে তোলেন ভারতীয় সরোদ শিল্পী আবির হোসেন। সরোদে আভোকি রাগ পরিবেশন করেন এই শিল্পী। তৃতীয় রাতের আসরে বাঁশির সুরে অনুষ্ঠানস্থলে আবেগি পরিবেশ সৃষ্টি করেন বাংলাদেশের বাঁশিওয়ালা গাজী আবদুল হাকিম। এ ছাড়া বেহালা বাজান বিদূষী কালা রামনাথ। বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত এই উৎসবের নিবেদক স্কয়ার গ্রুপ। শিক্ষাবিদ ইমেরিটাস প্রফেসর ড. আনিসুজ্জামানকে এবারের উৎসবটি উৎসর্গ করা হয়েছে।
শিরোনাম
- হাই কোর্টে স্থায়ী হলেন অভ্যুত্থানের পরে নিয়োগ পাওয়া ২২ বিচারপতি
- ভোজ্যতেলের বাজার স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন বাণিজ্য উপদেষ্টা
- শিল্পকলায় ‘সুড়ঙ্গ’
- ‘ডাউন সিনড্রোম জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টির আহ্বান’
- আমার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: মাসুদুজ্জামান মাসুদ
- সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মামলা
- সত্যিকারের স্বাধীনতা অর্জিত হয়েছে ৭ নভেম্বর : রিজভী
- নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
- চাটখিল-সোনাইমুড়ি সড়কে একদিকে উচ্ছেদ, অন্যদিকে দখল
- আজহারীর নকল বই বিক্রি : ডিবিকে তদন্ত করতে আদালতের নির্দেশ
- প্রেমিকাকে পতিতালয়ে বিক্রির দায়ে যুবকের ৭ বছরের কারাদণ্ড
- বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটির ইংরেজী বিভাগে সেমিনার অনুষ্ঠিত
- সিডনিতে ‘ওয়াসিডিয়ানস অ্যাসোসিয়েশন’-এর প্রথম পুনর্মিলনী
- ভোটকেন্দ্রের নিরাপত্তায় ৪০ হাজার বডি ক্যামেরা কেনার প্রক্রিয়া শেষ পর্যায়ে
- কুষ্টিয়ায় চিংড়িতে জেলি, ৬ ব্যবসায়ীকে জরিমানা
- বগুড়ায় আলুর দাম নিয়ে শঙ্কায় চাষিরা
- কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের কমিটি গঠন
- পরাজয় থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে : নাসির উদ্দীন
- হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা বিচারের জন্য প্রস্তুত
- নারায়ণগঞ্জ সরকারি হাসপাতালে ক্লিনিং ডে উদ্বোধন