শাস্ত্রীয় সংগীতের উপমহাদেশের বিখ্যাত শিল্পীদের অনন্য পরিবেশনায় নান্দনিক সুষমা ছড়িয়ে পড়েছিল আবাহনী মাঠে। সুরের চাদরে আবৃত থেকে ধ্রুপদী একটি রাত পার করল উচ্চাঙ্গসংগীতের অনুরাগীরা। খেয়াল, সরোদ, সেতার, বাঁশি আর বেহালার ব্যাকরণগত পরিবেশনায় সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত সুরের সাগরে নিমজ্জিত ছিল অভিজাত সংগীতের উচ্চমার্গীয় শ্রোতারা। বেঙ্গল পরম্পরা সংগীত শিক্ষালয়ের শিক্ষার্থীদের ‘সেতার’ পরিবেশনা দিয়ে গতকাল তৃতীয় রাতের আসর শুরু হয়ে শেষ হয় পণ্ডিত অজয় চক্রবর্তীর ‘খেয়াল’ পরিবেশনের মধ্য দিয়ে। এ রাতের মূল আকর্ষণ ছিলেন উপমহাদেশের বিখ্যাত ক্ল্যাসিক্যাল শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী। আকাঙ্ক্ষিত এই সংগীতজ্ঞের সুরে স্নাত হওয়ার জন্য সন্ধ্যা থেকেই সুরপিয়াসীদের অপেক্ষা। অবশেষে তিনি এলেন, মঞ্চ থেকে সারা মাঠে দ্যোতনা ছড়িয়ে দিলেন আর ‘খেয়াল’-এর অনন্য পরিবেশনায় অগণিত শ্রোতাকে বেখেয়ালী করেই মঞ্চ ছাড়লেন। বিখ্যাত এই পণ্ডিদের ‘খেয়াল’ পরিবেশনের মধ্য দিয়েই ভোর পাঁচটায় আসরের তৃতীয় রাতের সমাপ্তি ঘটে। এর আগে সন্ধ্যায় বেঙ্গল পরম্পরা সংগীত শিক্ষালয়ের শিক্ষার্থীদের ‘সেতার’ পরিবেশনের মধ্য দিয়েই এ রাতের উদ্বোধন হয়। এই দলটিতে ছিলেন প্রসেনজিৎ মণ্ডল, টি এম সেলিম রেজা, রিঙ্কু চন্দ্র দাস, মেহরীন আলম, জ্যোতি ব্যানার্জি, মোহাম্মাদ কাউসার এবং জাহাঙ্গীর আলম শ্রাবণ। তাদের সঙ্গে তবলায় ছিলেন প্রশান্ত ভৌমিক ও সুপান্থ মজুমদার। পণ্ডিত কুশল কুমার দাসের কম্পোজিশনে তারা কিরওয়ানি রাগে সেতার অর্কেস্ট্রা পরিবেশন করেন। পরিবেশনা শেষে শিল্পীদের হাতে উৎসব স্মারক তুলে দেন বরেণ্য শিল্পী বিদ্বান ভিক্ষু বিনায়ক রাম। উদ্বোধনী এই পরিবেশনাটি শেষে মঞ্চে আসেন পিতা-পুত্র বিদ্বান ভিক্ষু বিনায়ক রাম ও সেলভাগনেশ বিনায়ক রাম। তারা ঘাটম ও কঞ্জিরার যুগলবন্দী পরিবেশনায় অনন্য উচ্চতায় উন্নীত করেন সুরের এই আসরকে। এই যুগলের সঙ্গে কাঞ্জিরা ও কোনাক্কল বাজিয়েছেন স্বামীনাথন এবং মোরসিংয়ে ছিলেন এ. গণেশন। শুরুতেই এই পিতা-পুত্র ঘাটমে শিবস্তব করেন। পরে তারা গুরুবন্দনা ও গণপতি বাজিয়ে দর্শকদের মুগ্ধ করেন। শিল্পীদের হাতে উৎসবের স্মারক সম্মাননা তুলে দেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ। এরপর খেয়াল পরিবেশন করেন সরকারি সংগীত কলেজের শিক্ষার্থীরা। এই দলটি মালকোষ রাগে খেয়ালের খেলায় বিমোহিত করেন আবাহনী মাঠে আগত শ্রোতাদের। এরপরে ‘সরোদ’-এর অনুপম সুরে শ্রোতাদের মোহাবিষ্ট করে তোলেন ভারতীয় সরোদ শিল্পী আবির হোসেন। সরোদে আভোকি রাগ পরিবেশন করেন এই শিল্পী। তৃতীয় রাতের আসরে বাঁশির সুরে অনুষ্ঠানস্থলে আবেগি পরিবেশ সৃষ্টি করেন বাংলাদেশের বাঁশিওয়ালা গাজী আবদুল হাকিম। এ ছাড়া বেহালা বাজান বিদূষী কালা রামনাথ। বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত এই উৎসবের নিবেদক স্কয়ার গ্রুপ। শিক্ষাবিদ ইমেরিটাস প্রফেসর ড. আনিসুজ্জামানকে এবারের উৎসবটি উৎসর্গ করা হয়েছে।
শিরোনাম
- গাইবান্ধায় ফিস্টুলা নির্মূলে কাজ করছে ল্যাম্ব
- শাহবাগে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ
- সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ল
- গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই : আমীর খসরু
- চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু
- নিউক্যাসল বাংলাদেশ কমিউনিটির ১০ বছর পূর্তি উদযাপন
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে আগ্রহী কানাডা
- শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে : গণশিক্ষা উপদেষ্টা
- রাজনীতিতে সহনশীলতা না থাকায় সমাজে অসহিষ্ণুতা বাড়ছে : রিজভী
- শেরপুরের চরাঞ্চলে ব্রিজের অভাবে চরম ভোগান্তি
- মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে হবে: এ্যানি
- রাতে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
- নিয়ন্ত্রণ হারিয়ে শপিং কমপ্লেক্সে অটোরিকশা, আহত ২
- চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় নারীর মৃত্যু, আহত ২
- পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, গ্রেপ্তার ১১
- ভূমিকম্প আতঙ্কে ৬ দিনের জন্য বন্ধ জবি
- বিশ্বের বিভিন্ন স্থানে ২৪ ঘণ্টায় ৯৪ ভূমিকম্প
- বিশাল জয়ে মুশফিকের শততম টেস্ট রাঙালো বাংলাদেশ
- ঢাবির প্রভোস্ট কমিটির জরুরি সভায় তিন সিদ্ধান্ত
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮
সুরে নিমজ্জিত রাত
মোস্তফা মতিহার
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
‘সিইও অব দ্য ইয়ার–২০২৫’ পুরস্কারে ভূষিত সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন
২৩ মিনিট আগে | কর্পোরেট কর্নার
খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনাসদস্যদের সংবর্ধনা ও পদক প্রদান
৩২ মিনিট আগে | জাতীয়