বরগুনার নলী মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী রুমা আক্তার বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির সহযোগিতায় প্রতিরোধ করল নিজের বাল্যবিয়ে। পূর্বনির্ধারিত তারিখ অনুসারে গতকাল সকালে মানিকগঞ্জ থেকে রুমাকে বিয়ের আংটি পরাতে আসেন দুবাইপ্রবাসী শাহিনের (২২) মা, বাবা ও ভাই। বিয়ের সব আয়োজন সম্পন্ন। ছেলেপক্ষের অতিথিদের জন্য ৬ হাজার টাকা দিয়ে খাসি কেনা হয়েছে। বিয়ের বিরোধিতা করে রুমা তার মা-বাবাকে জানিয়ে দেয় সে কিছুতেই বিয়ে করবে না। সে আরও লেখাপড়া করতে চায়। মা-বাবার সাফ কথা— এ বিয়ে তাকে করতেই হবে। ছেলের মা-বাবা আংটি পরিয়ে যাবেন, ছেলে দেশে এলে বিয়ে হবে। মা-বাবার কাছে অসহায় হয়ে পড়ে রুমা। পাশের বাড়ি গিয়ে মোবাইল ফোনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমানকে জানায়। প্রধান শিক্ষক তত্ক্ষণাৎ রুমাকে স্কুলে আসতে বলেন। রুমা তার সহপাঠী বিদ্যালয়ের স্টুডেন্ট ক্যাবিনেট সদস্য নাদিয়া আক্তারের সহায়তায় প্রধান শিক্ষকের কক্ষে উপস্থিত হয়। প্রধান শিক্ষক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইমরুল কায়েস ও সহকারী শিক্ষকদের সঙ্গে আলোচনা করেন। রুমার একটিই দাবি— সে বাল্যবিয়ে করতে চায় না। সে আরও লেখাপড়া করতে চায়। ভবিষ্যতে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চায়। প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি বিষয়টি সাংবাদিক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। প্রধান শিক্ষক মতিয়ার রহমান, ম্যানেজিং কমিটির সভাপতি ইমরুল কায়েস, ইউপি সদস্য সুলতান আহম্মেদ শিকদার পাকড়াও করে আনেন মেয়ের বাবা-মা ও ছেলের বাবা-মাকে। উভয় পক্ষ বাল্যবিয়ের প্রস্তুতির কথা স্বীকার করেন। লিখিত অঙ্গীকার করেন উভয় পক্ষের অভিভাবকরা বাল্যবিয়ে তারা করাবেন না। মেয়ের বাবা রুহুল আমিন বলেন, ‘আমি আমার ভুল বুঝতে পেরেছি, মেয়ে যদ্দুর পড়াশোনা করতে যায় তদ্দুর আমি পড়াব।’ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইমরুল কায়েস রুমার সাহসী পদক্ষেপে তাকে পুরস্কৃত করার এবং তার লেখাপড়ার সব ব্যয়ভার বহনের ঘোষণা দেন। রুমা আক্তার বলে, বরগুনায় কোনো মেয়ে যেন বাল্যবিয়ের শিকার না হয়। সে তার বাল্যবিয়ে প্রতিরোধে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির কাছে কৃতজ্ঞতা স্বীকার করে।
শিরোনাম
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- বন্দর রক্ষায় হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত