বরগুনার নলী মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী রুমা আক্তার বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির সহযোগিতায় প্রতিরোধ করল নিজের বাল্যবিয়ে। পূর্বনির্ধারিত তারিখ অনুসারে গতকাল সকালে মানিকগঞ্জ থেকে রুমাকে বিয়ের আংটি পরাতে আসেন দুবাইপ্রবাসী শাহিনের (২২) মা, বাবা ও ভাই। বিয়ের সব আয়োজন সম্পন্ন। ছেলেপক্ষের অতিথিদের জন্য ৬ হাজার টাকা দিয়ে খাসি কেনা হয়েছে। বিয়ের বিরোধিতা করে রুমা তার মা-বাবাকে জানিয়ে দেয় সে কিছুতেই বিয়ে করবে না। সে আরও লেখাপড়া করতে চায়। মা-বাবার সাফ কথা— এ বিয়ে তাকে করতেই হবে। ছেলের মা-বাবা আংটি পরিয়ে যাবেন, ছেলে দেশে এলে বিয়ে হবে। মা-বাবার কাছে অসহায় হয়ে পড়ে রুমা। পাশের বাড়ি গিয়ে মোবাইল ফোনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমানকে জানায়। প্রধান শিক্ষক তত্ক্ষণাৎ রুমাকে স্কুলে আসতে বলেন। রুমা তার সহপাঠী বিদ্যালয়ের স্টুডেন্ট ক্যাবিনেট সদস্য নাদিয়া আক্তারের সহায়তায় প্রধান শিক্ষকের কক্ষে উপস্থিত হয়। প্রধান শিক্ষক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইমরুল কায়েস ও সহকারী শিক্ষকদের সঙ্গে আলোচনা করেন। রুমার একটিই দাবি— সে বাল্যবিয়ে করতে চায় না। সে আরও লেখাপড়া করতে চায়। ভবিষ্যতে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চায়। প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি বিষয়টি সাংবাদিক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। প্রধান শিক্ষক মতিয়ার রহমান, ম্যানেজিং কমিটির সভাপতি ইমরুল কায়েস, ইউপি সদস্য সুলতান আহম্মেদ শিকদার পাকড়াও করে আনেন মেয়ের বাবা-মা ও ছেলের বাবা-মাকে। উভয় পক্ষ বাল্যবিয়ের প্রস্তুতির কথা স্বীকার করেন। লিখিত অঙ্গীকার করেন উভয় পক্ষের অভিভাবকরা বাল্যবিয়ে তারা করাবেন না। মেয়ের বাবা রুহুল আমিন বলেন, ‘আমি আমার ভুল বুঝতে পেরেছি, মেয়ে যদ্দুর পড়াশোনা করতে যায় তদ্দুর আমি পড়াব।’ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইমরুল কায়েস রুমার সাহসী পদক্ষেপে তাকে পুরস্কৃত করার এবং তার লেখাপড়ার সব ব্যয়ভার বহনের ঘোষণা দেন। রুমা আক্তার বলে, বরগুনায় কোনো মেয়ে যেন বাল্যবিয়ের শিকার না হয়। সে তার বাল্যবিয়ে প্রতিরোধে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির কাছে কৃতজ্ঞতা স্বীকার করে।
শিরোনাম
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চারজনের মৃত্যু, হাসপাতালে ৮১৪
- খার্তুম বিমানবন্দর চালুর আগেই ড্রোন হামলা
- তেলাপোকা মারতে গিয়ে পুরো অ্যাপার্টমেন্টে আগুন
- নওয়াব ফয়জুন্নেছা কলেজে শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু
- ভালুকায় কাভার্ডভ্যানের চাপায় বৃদ্ধ নিহত
- ভালুকায় ১০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার
- বগুড়ায় মালটা চাষে যুবক মাসুদের বাজিমাত
- আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে গ্রেফতার ১৩১
- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি গঠন
- দুই শিশুকে হত্যায় পাঁচজনকে মৃত্যুদণ্ড, চারজনকে যাবজ্জীবন
- সাইবার আইনের মামলায় বগুড়ার সাবেক সমন্বয়ক গ্রেপ্তার
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৮৪৬ মামলা
- উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে রংপুরে র্যালি ও আলোচনা সভা
- সরকারি অর্থে বিলাসবহুল বিমান ক্রয়, তোপের মুখে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী
- জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন সানায়ে তাকাইচি
- নোয়াখালী বিভাগের দাবিতে সোনাইমুড়ীতে মানববন্ধন
- চট্টগ্রামে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু
- কুলাউড়ায় গোগালি ছড়ার ব্রিজে মেরামত কাজ শুরু
- বিশ্বে প্রথম, রোবটের হাতে ব্রেন টিউমার সার্জারি সৌদিতে
- চাঁদপুরে ভোক্তার অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা