বরগুনার নলী মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী রুমা আক্তার বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির সহযোগিতায় প্রতিরোধ করল নিজের বাল্যবিয়ে। পূর্বনির্ধারিত তারিখ অনুসারে গতকাল সকালে মানিকগঞ্জ থেকে রুমাকে বিয়ের আংটি পরাতে আসেন দুবাইপ্রবাসী শাহিনের (২২) মা, বাবা ও ভাই। বিয়ের সব আয়োজন সম্পন্ন। ছেলেপক্ষের অতিথিদের জন্য ৬ হাজার টাকা দিয়ে খাসি কেনা হয়েছে। বিয়ের বিরোধিতা করে রুমা তার মা-বাবাকে জানিয়ে দেয় সে কিছুতেই বিয়ে করবে না। সে আরও লেখাপড়া করতে চায়। মা-বাবার সাফ কথা— এ বিয়ে তাকে করতেই হবে। ছেলের মা-বাবা আংটি পরিয়ে যাবেন, ছেলে দেশে এলে বিয়ে হবে। মা-বাবার কাছে অসহায় হয়ে পড়ে রুমা। পাশের বাড়ি গিয়ে মোবাইল ফোনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমানকে জানায়। প্রধান শিক্ষক তত্ক্ষণাৎ রুমাকে স্কুলে আসতে বলেন। রুমা তার সহপাঠী বিদ্যালয়ের স্টুডেন্ট ক্যাবিনেট সদস্য নাদিয়া আক্তারের সহায়তায় প্রধান শিক্ষকের কক্ষে উপস্থিত হয়। প্রধান শিক্ষক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইমরুল কায়েস ও সহকারী শিক্ষকদের সঙ্গে আলোচনা করেন। রুমার একটিই দাবি— সে বাল্যবিয়ে করতে চায় না। সে আরও লেখাপড়া করতে চায়। ভবিষ্যতে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চায়। প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি বিষয়টি সাংবাদিক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। প্রধান শিক্ষক মতিয়ার রহমান, ম্যানেজিং কমিটির সভাপতি ইমরুল কায়েস, ইউপি সদস্য সুলতান আহম্মেদ শিকদার পাকড়াও করে আনেন মেয়ের বাবা-মা ও ছেলের বাবা-মাকে। উভয় পক্ষ বাল্যবিয়ের প্রস্তুতির কথা স্বীকার করেন। লিখিত অঙ্গীকার করেন উভয় পক্ষের অভিভাবকরা বাল্যবিয়ে তারা করাবেন না। মেয়ের বাবা রুহুল আমিন বলেন, ‘আমি আমার ভুল বুঝতে পেরেছি, মেয়ে যদ্দুর পড়াশোনা করতে যায় তদ্দুর আমি পড়াব।’ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইমরুল কায়েস রুমার সাহসী পদক্ষেপে তাকে পুরস্কৃত করার এবং তার লেখাপড়ার সব ব্যয়ভার বহনের ঘোষণা দেন। রুমা আক্তার বলে, বরগুনায় কোনো মেয়ে যেন বাল্যবিয়ের শিকার না হয়। সে তার বাল্যবিয়ে প্রতিরোধে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির কাছে কৃতজ্ঞতা স্বীকার করে।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে