জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এ বছর প্রতিদিন চার হাজার রোজাদারকে ইফতার করাচ্ছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)। কে গরিব আর কে ধনী, কে শ্রমিক আর কে মালিক বোঝার কোনো উপায় নেই। দিনমজুর থেকে শুরু করে ব্যবসায়ী, ঊর্ধ্বতন কর্মকর্তা, শিশু, বৃদ্ধ, ছিন্নমূল, প্রতিবন্ধীসহ সবশ্রেণির মানুষের ইফতারের মধ্যদিয়ে সাম্যের এক অপূর্ব দৃষ্টান্ত ফুটে উঠছে বায়তুল মোকাররম মসজিদের পূর্ব অংশে। সৃষ্টি হচ্ছে অন্য রকম এক আবহ। অস্থায়ী মঞ্চ থেকে ভেসে আসে সুমধুর তিলাওয়াত ও হামদ-নাতের সুর। গত শনিবার এমন দৃশ্যই দেখা গেছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। চলবে পুরো রমজান মাসজুড়ে। ইসলামিক ফাউন্ডেশন ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি বিপুল পরিমাণ ইফতার সরবরাহ করে থাকেন। ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক রফিকুল ইসলাম জানান, এ বছর ইফতারের জন্য তাদের প্রায় ২৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিদিন চার হাজার রোজাদারের জন্য ইফতারের আয়োজন করা হচ্ছে। প্রায় এক যুগ ধরে ফাউন্ডেশনের উদ্যোগে ইফতারের আয়োজন করা হচ্ছে। প্রতি বছরই রোজাদারদের সংখ্যা বাড়ছে। রমজানের প্রথম দিনে সাড়ে চার হাজারের মতো মুসল্লি ইফতারে অংশ নিয়েছে। তিনি বলেন, ইফতারের সময় বায়তুল মোকাররম মসজিদে রোজাদারদের সম্মিলনে এক অনন্য ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। এখানে থাকে না সামাজিক মর্যাদার কোনো ভেদাভেদ। গত শনিবার ইফতারির সময় বায়তুল মোকাররমে দেখা যায়, মসজিদের পূর্ব অংশে হাজারো মুসল্লি সারি বেঁধে ইফতারের জন্য বসেছেন। এক পাশ থেকে ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী, মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা ইফতারি বণ্টন করছেন। পাশের অস্থায়ী মঞ্চে চলছে ইফতারি-পূর্ব কোরআন তিলাওয়াত, হামদ-নাত পাঠ। অবশ্য আসরের নামাজের পর থেকেই এখানে শুরু হয় ইফতারির আয়োজন। মসজিদের উত্তর-দক্ষিণ-পূর্ব তিন প্রান্তেই মাগরিবের নামাজের আগ পর্যন্ত চলতে থাকে এ প্রস্তুতি। ইফতার আইটেমে থাকছে জিলাপি, শরবত, খেজুর, রকমারি ফল, ছোলা, মুড়ি, পিয়াজু, বেগুনি ও কলা। স্বেচ্ছাসেবকরা এসব ইফতারসামগ্রী বিতরণ করেন। দায়িত্বপ্রাপ্তরা জানান, প্রতিদিন ৯০ থেকে ১০০ কেজি মুড়ি, ১০০ থেকে ১১০ কেজি ছোলা, ১২০ কেজি পিয়াজু, ৬০ কেজি বেগুনি, ১০০ কেজি খেজুর, ৮০ থেকে ১০০ কেজি জিলাপি, ৪০ থেকে ৫০ কেজি চিনি, ৫০ বোতল রুহ আফজা, তিন হাজার কলা বা সমপরিমাণ অন্য কোনো ফলের ব্যবস্থা থাকছে। গ্লাসে শরবত পরিবেশন করা হয়।
শিরোনাম
- তুরস্ক যে কারণে ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন দেয়
- ব্যক্তি বা সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশের খসড়া অনুমোদন
- রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আ. লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো : জামায়াত আমির
- তীব্র তাপদাহে আক্রান্তদের জন্য মহাখালীতে হিটস্ট্রোক সেন্টার চালু
- কর ফাঁকির সুযোগ নেই, সবাইকে কর দিতে হবে: ডিএনসিসি প্রশাসক
- ১৫ বা তার কম বয়সেই যৌন সহিংসতার শিকার প্রতি পাঁচজন নারীর একজন
- কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
- কলমাকান্দায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার
- আমরণ অনশনের হুঁশিয়ারি বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের
- উপাচার্যের পদত্যাগ দাবিতে ববিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
বায়তুল মোকাররমে অনন্য ইফতার
শফিকুল ইসলাম সোহাগ
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর