সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেছেন, ‘শুধু ঋণখেলাপিদের তালিকা প্রকাশ করলে হবে না। এসব অনিয়মে জড়িতদের দৃশ্যমান শাস্তির আওতায় আনতে হবে। জাতীয় সংসদে যে তালিকা প্রকাশ করা হয়েছে তার বাইরেও আরও ঋণখেলাপি আছেন। যারা হাই কোর্টের স্থগিতাদেশ নিয়ে ঋণ ফেরত দিচ্ছেন না তাদের তালিকাও প্রকাশ করা উচিত। সব খেলাপির জামানতসহ তাদের সম্পদ বাজেয়াপ্ত করা উচিত। একটি কঠোর বার্তা না দিলে খেলাপি ঋণ কমানো যাবে না।’ বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে এক সাক্ষাৎকারে মির্জ্জা আজিজ বলেন, ‘ঋণখেলাপিদের প্রচলিত আইনের আওতায় জেল-জরিমানা করা যায়। দীর্ঘদিন থেকে এই খেলাপি নিয়ে কথা হচ্ছে। নানা সময়ে পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। কিন্তু বাস্তবে কিছু করা হয়নি। এখন দৃশ্যমান শাস্তি দিলে খেলাপিদের কাছে কড়া বার্তা যাবে। রাষ্ট্রীয় অর্থ লুণ্ঠনকারীদের কঠোর বিচার না হলে ব্যাংক খাতে কোনো উন্নতি হবে না।’ তিনি বলেন, ‘শাস্তি নিশ্চিত করতে প্রচলিত যে আইন আছে প্রয়োজনে তা সংস্কার করতে হবে। ব্যাংক থেকে অর্থ নিয়ে ফেরত দেবে না তা হতে পারে না। তালিকা প্রকাশ এর আগেও করা হয়েছিল। এবার ৩০০ জনের নাম প্রকাশ করা হয়েছে। কিন্তু এর আগে যাদের নাম প্রকাশ করা হয়েছিল তাদের শাস্তি দিলে এ সংখ্যা বৃদ্ধি পেত না। এখন আমরা দেখছি প্রতি বছর খেলাপি ঋণের সঙ্গে ব্যক্তি ও প্রতিষ্ঠানের পরিমাণও বাড়ছে। খেলাপিদের প্রতি নমনীয় হওয়ার ফল এটা। বোর্ড আত্মীয়স্বজনদের ঋণ দিয়ে খেলাপির পরিমাণ বাড়িয়েছে। এসব বোর্ড সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশ ব্যাংককে সুশাসন প্রতিষ্ঠায় আরও কঠোর নজরদারি বাড়াতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের সরাসরি হস্তক্ষেপ ছাড়া খেলাপি ঋণের পরিস্থিতি উন্নতি হবে না।’
শিরোনাম
- কলম্বিয়াকে হারিয়ে যুব বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
- চাকসুর নতুন ভিপি-জিএস শিবিরের, এজিএস ছাত্রদলের
- ভারতের ত্রিপুরায় তিন বাংলাদেশিকে নির্মমভাবে হত্যা
- ১ ও ২ টাকার কয়েন নিয়ে নতুন যে নির্দেশনা দিলো বাংলাদেশ ব্যাংক
- চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া
- পাকিস্তান ও আফগানিস্তান ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত: ইসলামাবাদ
- আরও ৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল
- ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও আর্মার্ড কোরের রিক্রুট ব্যাচের কুচকাওয়াজ অনুষ্ঠিত
- সশস্ত্র ডাকাতির দায়ে ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পেলেন ১১১ প্রধান শিক্ষক
- চলতি মাসেই মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার গেজেট : ধর্ম উপদেষ্টা
- জুলাই সনদে স্বাক্ষর করব, তবে ‘নোট অব ডিসেন্ট’ উল্লেখ থাকতে হবে
- রেলওয়ের ১৮ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
- আসাদকে হস্তান্তরে মস্কোকে অনুরোধ করবে সিরিয়ার প্রেসিডেন্ট
- হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দেন হাসিনা, তা প্রমাণিত : চিফ প্রসিকিউটর
- ওডেসার মেয়রের নাগরিকত্ব কেড়ে নিলেন জেলেনস্কি
- পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা
- ‘আমরা আশাবাদী আনন্দমুখর পরিবেশে জুলাই সনদে স্বাক্ষর হবে’
- রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করতে চান সিরিয়ার নতুন প্রেসিডেন্ট
- এইচএসসি পরীক্ষার ফল কাল : যেভাবে রেজাল্ট জানবেন
তালিকা প্রকাশেই হবে না দৃশ্যমান শাস্তি দিতে হবে
-মির্জ্জা আজিজুল ইসলাম
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর