প্রতারণার মাধ্যমে বিভিন্ন ব্যাংকের এটিএম বুথের টাকা চুরির অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতার ওই ব্যক্তি হলেন শহিদুল ইসলাম (৩৫)। শুক্রবার ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করা হলে এই আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, শহিদুল দীর্ঘদিন প্রতারণার মাধ্যমে বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা চুরি করে আসছিলেন। তার নামে ঢাকায় অন্তত তিনটি মামলা থাকার তথ্য পাওয়া গেছে। জানা যায়, বৃহস্পতিবার প্রতারণার মাধ্যমে ডাচ্-বাংলা ব্যাংকের ফাস্ট ট্র্যাক থেকে টাকা চুরির অভিযোগে ব্যাংকটির অল্টারনেট ডেলিভারি চ্যানেলের প্রধান মশিউর রহমান খিলগাঁও থানায় একটি মামলা করেন। তিনি এটিএম বুথে কর্মরত নিরাপত্তারক্ষীদের মাধ্যমে জানতে পারেন- সংঘবদ্ধ একটি চক্র কৌশলে গ্রাহকের ডেবিট কিংবা ক্রেডিট কার্ড এবং পিন নম্বর সংগ্রহ করে টাকা তুলছে। চক্রের সদস্যরা আগে থেকে বুথের ভিতর ও বাইরে অবস্থান করে। এসময় ব্যাংকের কোনো গ্রাহক টাকা তুলতে গেলে তারা মেশিন নষ্ট হওয়ার অজুহাতে অথবা ভুল পিন নম্বর দেওয়া হয়েছে বলে থাকে। এভাবে গ্রাহকের এটিএম কার্ডের গোপন পিন নম্বরটি জেনে নেয়। একই সঙ্গে কৌশলে গ্রাহকের মূল কার্ডটির সঙ্গে অন্য একটি নকল কার্ড অদল-বদল করে থাকে। চক্রটি দেশের বিভিন্ন জায়গা থেকে এই প্রক্রিয়ায় ডাচ্বাংলা ব্যাংকের গ্রাহকের টাকা তুলছে। এভাবে গত ৩ সেপ্টেম্বর খিলগাঁওয়ের ফাস্ট ট্র্যাক থেকে টাকা তুলে নিয়ে যাওয়ার সময় শহিদুলকে আটকের চেষ্টা করেন সেখানকার নিরাপত্তারক্ষী আনিস। তখন বাইরে থাকা তার সহযোগীসহ তিনি পালিয়ে যান। পরে বৃহস্পতিবার রাতে তাকে কাফরুলের শেওড়াপাড়া থেকে গ্রেফতার করে বলে জানিয়েছেন ডিবি পূর্বের এডিসি সাহিদুর রহমান।
শিরোনাম
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের মাঝে উপকরণ বিতরণ
- মুন্সীগঞ্জে পদোন্নতির দাবিতে প্রভাষকদের ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি
- এ রায় প্রতিশোধ নয়, ন্যায়বিচারের প্রতিজ্ঞা: চিফ প্রসিকিউটর
- ১৬ কোটি টাকার হাসপাতাল চার বছরেও চালু হয়নি
- আমি আসলে খুব কষ্ট পাচ্ছি : শেখ হাসিনার আইনজীবী
- বাংলাদেশ প্রতিদিনের খবরে সেই শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু
- শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের সব সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০৮৮ মামলা
- শাবিপ্রবিতে স্টুডেন্ট রাইটস ফোরামের ফ্রি হেল্থ ক্যাম্প
- আজ বাংলাদেশের মাটিতে ন্যায়বিচার প্রতিষ্ঠার শ্রেষ্ঠ ঘটনা ঘটেছে : আইন উপদেষ্টা
- শহীদরা ন্যায়বিচার পেয়েছেন: অ্যাটর্নি জেনারেল
- শেখ হাসিনার মৃত্যুদণ্ড
- অস্কার গ্রহণ করলেন টম ক্রুজ
- শেখ হাসিনাসহ তিনজনের অপরাধ প্রমাণিত
- রাজস্থানের কোচ হিসেবে ফিরলেন কিংবদন্তি সাঙ্গাকারা
- ৬ জুলাই যোদ্ধাকে চিকিৎসার জন্য থাইল্যান্ড পাঠাচ্ছে সরকার
যেভাবে এটিএম বুথে প্রতারণা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর