প্রতারণার মাধ্যমে বিভিন্ন ব্যাংকের এটিএম বুথের টাকা চুরির অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতার ওই ব্যক্তি হলেন শহিদুল ইসলাম (৩৫)। শুক্রবার ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করা হলে এই আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, শহিদুল দীর্ঘদিন প্রতারণার মাধ্যমে বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা চুরি করে আসছিলেন। তার নামে ঢাকায় অন্তত তিনটি মামলা থাকার তথ্য পাওয়া গেছে। জানা যায়, বৃহস্পতিবার প্রতারণার মাধ্যমে ডাচ্-বাংলা ব্যাংকের ফাস্ট ট্র্যাক থেকে টাকা চুরির অভিযোগে ব্যাংকটির অল্টারনেট ডেলিভারি চ্যানেলের প্রধান মশিউর রহমান খিলগাঁও থানায় একটি মামলা করেন। তিনি এটিএম বুথে কর্মরত নিরাপত্তারক্ষীদের মাধ্যমে জানতে পারেন- সংঘবদ্ধ একটি চক্র কৌশলে গ্রাহকের ডেবিট কিংবা ক্রেডিট কার্ড এবং পিন নম্বর সংগ্রহ করে টাকা তুলছে। চক্রের সদস্যরা আগে থেকে বুথের ভিতর ও বাইরে অবস্থান করে। এসময় ব্যাংকের কোনো গ্রাহক টাকা তুলতে গেলে তারা মেশিন নষ্ট হওয়ার অজুহাতে অথবা ভুল পিন নম্বর দেওয়া হয়েছে বলে থাকে। এভাবে গ্রাহকের এটিএম কার্ডের গোপন পিন নম্বরটি জেনে নেয়। একই সঙ্গে কৌশলে গ্রাহকের মূল কার্ডটির সঙ্গে অন্য একটি নকল কার্ড অদল-বদল করে থাকে। চক্রটি দেশের বিভিন্ন জায়গা থেকে এই প্রক্রিয়ায় ডাচ্বাংলা ব্যাংকের গ্রাহকের টাকা তুলছে। এভাবে গত ৩ সেপ্টেম্বর খিলগাঁওয়ের ফাস্ট ট্র্যাক থেকে টাকা তুলে নিয়ে যাওয়ার সময় শহিদুলকে আটকের চেষ্টা করেন সেখানকার নিরাপত্তারক্ষী আনিস। তখন বাইরে থাকা তার সহযোগীসহ তিনি পালিয়ে যান। পরে বৃহস্পতিবার রাতে তাকে কাফরুলের শেওড়াপাড়া থেকে গ্রেফতার করে বলে জানিয়েছেন ডিবি পূর্বের এডিসি সাহিদুর রহমান।
শিরোনাম
- চট্টগ্রামসহ পাঁচ জেলায় ২০ জুলাই পরিবহণ ধর্মঘট
- ফেসবুক ও মোবাইল ব্যাংকিং হ্যাক করে চলত প্রতারণা, গ্রেফতার ৪
- শিক্ষার্থী সেবায় বাউবির সমন্বিত পরিকল্পনা
- ভালুকায় মা ও দুই শিশুকে গলা কেটে হত্যা: গ্রেফতার দেবর নজরুল
- নির্বাচন ঠেকানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে : টুকু
- জুলাইয়ে নারীদের সাহসী উত্থান উদযাপনে ঢাকায় মশাল মিছিল
- বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া
- মালয়েশিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ ১১
- নীতি সুদহার কমিয়ে ৮ শতাংশ করলো বাংলাদেশ ব্যাংক
- ঢামেক হাসপাতালের সামনে থেকে দুই দালাল আটক
- ব্যবসায়ী সোহাগ হত্যা: আসামি মহিন দ্বিতীয় দফায় রিমান্ডে
- সরকারি হলো আরও এক বিদ্যালয়
- মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ
- বিএনপি সংঘাতের উস্কানির ফাঁদে পা দেবে না : প্রিন্স
- পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
- ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২০ রাজ্যের মামলা
- মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক
- শান্তির হ্যাটট্রিকে বাংলাদেশের জয়ের হ্যাটট্রিক
- ৮ বছর পর টেস্ট ক্রিকেটে ফেরার দুয়ারে ডসন
- ট্রাম্পের আল্টিমেটামের তোয়াক্কা করে না রাশিয়া