মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

সংগঠিত জামায়াত নিষ্ক্রিয় জাপা

যুদ্ধাপরাধ ইস্যুতে জামায়াতে ইসলামীর বাহ্যিক অবস্থা নাজেহাল হলেও ভিতরে ভিতরে সংগঠিত রয়েছে। গোপনে প্রতি মাসে বৈঠকে মিলিত হচ্ছে। দলটির জেলা কার্যালয়সহ অন্যান্য সব কার্যালয় বন্ধ রয়েছে। অনেক নেতা-কর্মী কারাগারেও রয়েছে। বর্তমানে জেলা ও উপজেলা সদরে তাদের উপস্থিতি খুবই কম। কিন্তু গোপনে তারা সক্রিয়।

জেলা জামায়াতের মিডিয়া ও প্রচারবিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম জানান, জামায়াতের অভ্যন্তরীণ সব কার্যক্রম বহাল তবিয়তে চলছে। তবে সরকারের জুলুম-নির্যাতনের কারণে প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম করা সম্ভব হচ্ছে না। এ ছাড়াও ইসলামী ছাত্রশিবির, ইসলামী ছাত্রী সংস্থা ও মহিলা জামায়াত স্ব-স্ব অবস্থানে থেকে দলকে সুসংগঠিত করতে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ২০১০ সালের আগে জেলায় রোকন সদস্য ছিল ৩৫০। বর্তমানে তা ৮০০-এর বেশি হয়েছে। মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টি চলছে অনেকটা ঢিলেঢালাভাবে। দলীয় কোনো কর্মসূচিও ঠিকমতো পালন করা হয় না। প্রতিদিন সন্ধ্যায় জেলা কার্যালয় খোলা হলেও নেতা-কর্মীরা যান না। প্রায় ২০ বছর আগের এ কমিটি দিয়েই চলছে জাতীয় পার্টির কার্যক্রম। জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গাজী মির্জা ফারুক আহমেদ জানান, দলের কার্যক্রম নিজস্ব গতিতে চলছে। প্রতিদিন সন্ধ্যায় জেলা কার্যালয় খোলা হয়। মাঝে-মধ্যে নেতা-কর্মীরা এলে আলাপ-আলোচনা করা হয়- কেউ না এলে তিনি নিজেই একা একা বসে থাকেন।

সর্বশেষ খবর