বৃহস্পতিবার, ৭ মে, ২০২০ ০০:০০ টা

ঢামেকে ছয়জনসহ সর্দি কাশি জ্বর নিয়ে আরও ৯ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে সর্দি, কাশি, জ্বরের মতো করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৬ জনের। বাকি ২ জনের করোনা টেস্ট রিপোর্ট পজেটিভ ছিল। এ ছাড়া একই ধরনের লক্ষণ নিয়ে লালমনিরহাট, টাঙ্গাইল, মুন্সীগঞ্জে আরও ৩ জন মারা গেছেন। আইসোলেশনে থাকা অবস্থায় তারা মারা গেছেন। এর আগে গতি শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ঢামেকের করোনা ইউনিটে মারা গেছে ৩১ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জনে। হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে। গত ২৪ ঘণ্টায় ঢামেকে মৃত ব্যক্তিরা হলেনÑ ঢাকার বংশালের কাউছার (৬৫), সুত্রাপুরের হরিদাস রায় (৬৯), হাজারীবাগের সাদেক দিয়া (৪৯), চাঁদপুরের তাজুল ইসলাম (৫৭), শরীয়তপুরের নড়িয়ার মেহেরুন নেছা (১৯), বি.বাড়িয়ার আবু তালেব (২), নারায়ণগঞ্জের ফতুল্লার রাজিয়া (৪০) এবং গাজীপুরের আবদুল্লা বরমী (৪৭)। আমাদের প্রতিনিধিরা জানান, লালমনিরহাট শহরের বানভাসা মোড় এলাকায় লকডাউনে থাকা একটি বাড়িতে জ্বর শ্বাসকষ্ট নিয়ে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাতে ওই শিশুর মৃত্যু হয়। লকডাউনের কারণে শিশুটিকে সময় মতো হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি বলে অভিযোগ করেছে পরিবার। শিশুটির নানা জিল্লুর রহমান জানান, আমরা বাধ্য হয়ে লকডাউন ভেঙে অ্যাম্বুলেন্স ডেকে শিশুটিকে নিয়ে হাসপাতালের দিকে যেতেই পথে শিশুটি মারা যায়। টাঙ্গাইলের সখীপুরে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাতে শ^াসকষ্ট নিয়ে তিনি মারা যান। রাতেই তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা জানান, বেশ কয়েকদিন যাবৎ তিনি জ্বর ও ঠা-া রোগে ভুগছিলেন। গত রাতে তিনি মারা যান। পরে স্বাস্থ্য বিভাগের লোক এসে নমুনা নিয়ে গেছে। গত মঙ্গলবার মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে থাকা একজন স্বাস্থ্যকর্মীকে (৩৬) ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। করোনা পরীক্ষার জন্য তার নমুনা কয়েক দিন আগে সংগ্রহ করা হয়েছিল। তিনি বাগেশ্বর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি।

সর্বশেষ খবর