শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০ ০০:০০ টা
হত্যার ৪৯ দিন পর ফিরল স্কুলছাত্রী

নথিসহ দুই তদন্ত কর্মকর্তাকে হাই কোর্টে তলব

নিজস্ব প্রতিবেদক ও নারায়ণগঞ্জ প্রতিনিধি

ধর্ষণের শেষে হত্যার ঘটনায় মামলা দায়েরের ৪৯ দিন পর নারায়ণগঞ্জে স্কুলছাত্রী ফিরে আসার ঘটনায় মামলার নথিসহ তদন্ত কর্মকর্তাদের তলব করেছে হাই কোর্ট। আগামী ১৭ সেপ্টেম্বর তাদের আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। গতকাল এ-সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, শুধু নারায়ণগঞ্জ নয়, এ ঘটনায় পুরো ফৌজদারি বিচারব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায়ের পদ্ধতিতে ত্রুটি রয়েছে কি না সেটিও খতিয়ে দেখা উচিত হাই কোর্টের। অন্যদিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জান ও মামলার নবনিযুক্ত তদন্ত কর্মকর্তা পরিদর্শক আবদুল হাইকে তলব করেছে বিচারিক আদালতও। দিশামণি জীবিত থাকার পরও তিন আসামি কেন দিশাকে ধর্ষণের পর হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেওয়ার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন, এ বিষয়ে ব্যাখ্যা দিতে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের বিচারক কাওছার আলম গতকাল তাদের তলব করে গতকাল আদেশ দেন। আগামী দুই কার্যদিবসের মধ্যে মামলার এজাহার ও জবানবন্দির নথিপত্রসহ তাদের সশরীরে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছে আদালত। ২৪ আগস্ট ‘ধর্ষণের পর নদীতে লাশ ফেলে দেওয়া স্কুলছাত্রীর ৪৯ দিন পর জীবিত প্রত্যাবর্তন’ শিরোনামে পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, ৪ জুলাই পঞ্চম শ্রেণির ছাত্রী দিশা নিখোঁজ হয়। ওই ঘটনায় ৬ আগস্ট নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অপহরণ মামলা করা হয়। মামলার পর পুলিশ আবদুল্লাহ, রকিব ও খলিল নামে তিনজনকে গ্রেফতার করে। তারা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, দিশাকে ধর্ষণের পর হত্যা করে লাশ শীতলক্ষ্যা নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। পরে ওই স্কুলছাত্রীর ফিরে আসার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশ তদন্তের নামে কীভাবে আসামিদের কাছ থেকে জবানবন্দি আদায় করছে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। পরে এ ঘটনায় হাই কোর্টে রিভিশন মামলা করেন আইনজীবী শিশির মনির।

সর্বশেষ খবর