শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০ ০০:০০ টা

দ্বিতীয় দফায় আক্রান্ত হওয়া নিয়ে উদ্বেগ

ফের কঠোর হচ্ছে বহু দেশ

প্রতিদিন ডেস্ক

বিশ্বের অনেক জায়গায়ই করোনার নতুন রূপ ধরা পড়ছে। কোথাও একবার আক্রান্ত হওয়ার পর আবার আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। আবার কোথাও করোনার দ্বিতীয় ধাক্কা শুরু হয়েছে। এ অবস্থায় করোনাজয়ী অনেক দেশই নতুন করে কঠোর হওয়া শুরু করেছে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী, সংক্রমণ বাড়ায় এরই মধ্যে নতুন করে স্কুল-কলেজ বন্ধ করার নির্দেশ জারি করেছে দক্ষিণ কোরিয়া। সংক্রমণ কমাতে স্পেনেও আবার কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে। সেখানে বড় মাপের জমায়েত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে প্রশাসন। জার্মানিও ফের কঠোর পদক্ষেপের কথা ভাবছে। সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মিয়ানমারেও স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। যদিও পঠনপাঠনের জন্য বেজিংয়ের বিশ্ববিদ্যালয়গুলো খুব শিগগিরই খুলে যাচ্ছে। প্রত্যেক পড়ুয়ার  করোনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছে বেইজিংয়ের শিক্ষা কমিশন। খবরে বলা হচ্ছে, সম্প্রতি করোনা থেকে সেরে ওঠা এক করোনাজয়ীর আবার করোনা আক্রান্তের খবর দিয়েছেন হংকংয়ের গবেষকরা। তাদের কথায়, নতুন করে আক্রান্ত ব্যক্তির ভাইরাসের চরিত্র আগেরবার আক্রান্ত হওয়া ভাইরাসের থেকে আলাদা। সাড়ে চার মাস আগে তিনি করোনা থেকে সুস্থ হয়েছিলেন। এ ছাড়া দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হয়েছেন ইউরোপের দুজনও। এদের একজনের বাড়ি নেদারল্যান্ডস এবং অপর জনের বাড়ি বেলজিয়ামে। একই ব্যক্তির দ্বিতীয়বার করোনা আক্রান্ত হওয়া নিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে। এর ফলে করোনার বিরুদ্ধে লড়াই আরও কঠিন হয়ে পড়বে বলে বিশেষজ্ঞদের মত।  বিশ্বে মৃত্যু ৮ লাখ ৩১ হাজার : দুনিয়াজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৮ লাখ ৩১ হাজার ছাড়িয়েছে। ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইটে বলা হয়েছে, করোনাভাইরাস বৈশ্বিক মহামারীতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা অন্তত ২ কোটি ৪৫ লাখ। আমেরিকার দুই মহাদেশ ও দক্ষিণ এশিয়ায় সংক্রমণ এখনো দ্রুত বাড়ছে। অন্যদিকে ইউরোপে আবারও নতুন করে রোগটির প্রাদুর্ভাব পরিলক্ষিত হচ্ছে। এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা এখন ৬০ লাখ ২ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ১ লাখ ৮৪ হাজার জনের। আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩৭ লাখ ২৩ হাজার। এর মধ্যে ১ লাখ ১৮ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

সর্বশেষ খবর