শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০ ০০:০০ টা

পাঁচ মাসে পোশাক খাতে ২৬ হাজার শ্রমিক ছাঁটাই

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে করোনা মহামারী সংকটে পোশাক খাতে গত পাঁচ মাসে প্রায় সাড়ে ২৬ হাজার শ্রমিক ছাঁটাই করা হয়েছে। একই সঙ্গে এ খাতে ৩ লাখ ২৪ হাজার ৬৮৪ শ্রমিক বেকার হয়েছেন। যাদের হাতে এখন কোনো কাজ নেই। বর্তমানে এ খাতে মোট ৬০ শতাংশ শ্রমিক চাকরি হারানোর শঙ্কায় রয়েছেন। গতকাল বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) করা এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে পোশাক শিল্প নিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ এ গবেষণা প্রতিবেদন প্রকাশ করে।

বিলসের ডিরেক্টর ও গবেষণা দলের সদস্য নাজমা আক্তার বলেন, মার্চের শেষ থেকে ১৫ আগস্ট পর্যন্ত এ গবেষণা পরিচালিত হয়। গবেষণায় উঠে এসেছে, এ সময়ে সাড়ে ২৬ হাজার পোশাক শ্রমিক ছাঁটাই  করা হয়েছে। ১ হাজার ৯১৫ কারখানা বন্ধ করা হয়েছে। এসব সাব কন্ট্রাক্টিং কারখানা। তিনি বলেন, গর্ভবতী নারী শ্রমিকদের কোনো নিরাপত্তা দিচ্ছে না কারখানাগুলো। স্বাস্থ্য সুরক্ষাও মানা হচ্ছে না। নাজমা আক্তার বলেন, বর্তমানে তিনটি ঝুঁকি গার্মেন্ট শ্রমিকদের। নিরাপত্তা বা জীবনের ঝুঁকি, শ্রমিকদের চাকরির ঝুঁকি, প্রতিনিয়ত শ্রমিক ছাঁটাই চলছে। কাজ করার পরও পরবর্তী সাত কার্যদিবসের মধ্যে বেতন পাবেন কি না- এ তিন ঝুঁকিতে রয়েছেন শ্রমিকরা। শ্রমিকনেতা নাইমুল হাসান রুবেল বলেন, গার্মেন্ট শ্রমিকদের বেলায় কেন এত অবহেলা। শ্রমিকরা যে মানুষ, এটা গার্মেন্ট মালিকদের ভাবতে হবে। তাদের শান-শওকত শ্রমিকদের কারণেই। তিনি বলেন, শ্রমিক নির্যাতনের ঘটনা বেড়েছে। স্বাস্থ্য সুরক্ষায় মালিকদের কোনো পদক্ষেপ নেই। মাস্ক পরার যে বাধ্যবাধকতা রয়েছে, এখন সেটাও মানা হচ্ছে না।

সর্বশেষ খবর