শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০ ০০:০০ টা

সম্রাটের স্ত্রী ও ভাইকে দুদকের জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের স্ত্রী এবং ছোট ভাইকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদক কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। সকাল সাড়ে দশটা থেকে সম্রাটের ছোট ভাই ফরিদ আহমেদ চৌধুরীকে দুই ঘণ্টার বেশি জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর সম্রাটের স্ত্রী শারমিন সম্রাট চৌধুরীকেও জিজ্ঞাসাবাদ করে দুদক। এ সময় সম্রাটের স্ত্রী সাংবাদিকদের বলেন, তারা ষড়যন্ত্রের শিকার। ব্যক্তি সম্রাটের দায় তাদের নয় বলেও দাবি করেন তিনি। পরে দুদক সচিব গণমাধ্যমে বলেন তদন্তের অংশ হিসেবে তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অবৈধ ব্যবসা ও কার্যক্রমের মাধ্যমে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করায় ২০১৯ সালের ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার  বখত বলেন, তদন্তের স্বার্থে সম্রাটের ভাই ফরিদ আহমেদ চৌধুরী এবং তার স্ত্রী শারমিন সম্রাট চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তকারী কর্মকর্তা মনে করেছেন তাদের কাছে বিভিন্ন তথ্য পাওয়া যেতে পারে। সেজন্য জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

সর্বশেষ খবর