শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০ ০০:০০ টা
অষ্টম কলাম

চলনবিলে গভীর রাতে পথ হারানো পর্যটকদের উদ্ধার করল পুলিশ

৯৯৯-এ ফোন

নাটোর প্রতিনিধি

নওগাঁ থেকে নাটোরের চলনবিল বেড়াতে এসে গভীর রাতে পথ হারানো ৪০ পর্যটককে উদ্ধার করেছে পুলিশ। নাটোর জেলা পুলিশের চারটি টিম আধুনিক প্রযুক্তির সহায়তায় ভোর ৪টার দিকে চলনবিল থেকে তাদের উদ্ধার করে। পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, বুধবার সকালে নওগাঁ থেকে পাঁচ শিশুসহ ৪০ জনের একটি দল চলনবিলে নৌকা ভ্রমণে আসেন। তারা সারা দিন তাড়াশ, গুরুদাসপুরের বিলসাবিল বেড়ানো শেষে সন্ধ্যায় নাটোরের সিংড়া উপজেলার চলনবিলের তিশীখালী মাজার জিয়ারত করেন। রাত ১০টায় তারা নওগাঁর আত্রাই উপজেলার উদ্দেশে রওনা হন। রাতের অন্ধকারে মাঝি দিক হারিয়ে ফেলেন। এর মধ্যে প্রবল ঝড়বৃষ্টি ও ঢেউ শুরু হলে তারা আতঙ্কের মধ্যে পড়ে যান। চলনবিলে তারা তাদের অবস্থান বুঝতে পারেন না। প্রায় তিন ঘণ্টা চলনবিলে ভেসে থাকার পর সে নৌকায় থাকা একজন জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। সংবাদ পেয়ে নাটোরের সিংড়া ও গুরুদাসপুর থানা পুলিশ অনুসন্ধানে নামে।

 সারা রাত ধরে খুঁজে ভোরে তাদের উদ্ধার করে আত্রাই সীমানায় পৌঁছে দেয় পুলিশ।

সর্বশেষ খবর