বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

অ্যাম্বুলেন্স কাভার্ডভ্যান বাস ত্রিমুখী সংঘর্ষে পরিবারের ৪ জনসহ নিহত ৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

অ্যাম্বুলেন্স কাভার্ডভ্যান বাস ত্রিমুখী সংঘর্ষে পরিবারের ৪ জনসহ নিহত ৬

দুমড়ে-মুচড়ে যাওয়া অ্যাম্বুলেন্স -বাংলাদেশ প্রতিদিন

বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে কাভার্ডভ্যান ও বাসের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের চারজনসহ অ্যাম্বুলেন্সের ছয় যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় বাসের ১০ জন যাত্রী আহত হন। গতকাল বিকালে ওই উপজেলার আটিপাড়া রাস্তার মুখে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সহায়তায় পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনায় মহাসড়কে প্রায় ১ ঘণ্টা যান চলাচল ব্যাহত  হয়। নিহতদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য। নিহত ছয়জন হলেন- ঝালকাঠী জেলার বাউকাঠী গ্রামের আরিফ হোসেন রাড়ি, তার ভাই তারেক হোসেন রাড়ি, বোন শিউলী বেগম, মা কহিনুর বেগম এবং অ্যাম্বুলেন্স চালক কুমিল্লার মো. আলমগীর। নিহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি। তারা ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হওয়া তিন দিন বয়সের শিশু তামান্নার লাশ নিয়ে অ্যাম্বুলেন্সে ঝালকাঠীর বাড়ি ফিরছিলেন। উজিরপুর থানার ওসি মো. জিয়াউল আহসান জানান, ঢাকা থেকে এক শিশুর লাশ নিয়ে পরিবারের সদস্যরা একটি অ্যাম্বুলেন্সে ঝালকাঠীর উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে আটিপাড়া রাস্তারমুখ অতিক্রমকালে বিপরীতমুখী দ্রুতগতির একটি কাভার্ডভ্যানের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। অ্যাম্বুলেন্সের পেছনে থাকা মায়া পরিবহননের একটি বাস অ্যাম্বুলেন্সটিকে চাপা দিলে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সর ছয় যাত্রী নিহত হন। এদের মধ্যে চারজন পুরুষ এবং দুজন নারী। আহত হন বাসের ১০ যাত্রী। দুর্ঘটনায় মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। অ্যাম্বুলেন্সের ভিতর থেকে উদ্ধার হওয়ার কাগজপত্র থেকে পুলিশ ধারণা করছে- একটি শিশুর লাশ নিয়ে অ্যাম্বুলেন্সটি ঝালকাঠী যাচ্ছিল। তিন দিন বয়সের শিশুটি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। দুর্ঘটনার খবর পেয়ে উজিরপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এবং গৌরনদী হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স কেটে নিহতদের উদ্ধার করে। আহতদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে।  এ ঘটনায় দায়ীদের শনাক্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উজিরপুর থানার ওসি জিয়াউল আহসান।

সর্বশেষ খবর