বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

বালিশকাণ্ডে আলোচিত ঠিকাদারের জামিন বাতিল চায় দুদক

নিজস্ব প্রতিবেদক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের একটি ভবনের আসবাব ও অন্যান্য সামগ্রী অস্বাভাবিক দামে ক্রয়সংক্রান্ত দুর্নীতির (বালিশকা-) মামলায় সাজিন কনস্ট্রাকশনের মালিক ঠিকাদার শাহাদাত হোসেনকে নিম্ন আদালতের দেওয়া জামিন বাতিল চেয়ে হাই কোর্টে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন   দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। গত ২৭ আগস্ট পাবনার আদালত থেকে জামিন পান এ আসামি। এর বিরুদ্ধে রিভিশন করে তার জামিন বাতিলের আবেদন করা হয়েছে বলে জানান দুদকের এ আইনজীবী। তিনি বলেন, আগামী সপ্তাহে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন বেঞ্চে এটি উপস্থাপন করা হতে পারে। অস্বাভাবিক দামে আসবাবপত্রসহ অন্যান্য সামগ্রী ক্রয়ে দুর্নীতি এবং অনিয়মের অভিযোগে ৩১ কোটি ২৪ লাখ টাকা আত্মসাতের ঘটনায় গত বছরের ১৩ ডিসেম্বর ১৩ জনের বিরুদ্ধে পৃথক চারটি মামলা করে দুদক। এর মধ্যে দুটি মামলায় আসামি  হলেন শাহাদাত হোসেন। মামলা দায়েরের পর পরই শাহাদাত হোসেনসহ ১৩ জন আসামিকে ঢাকার সেগুনবাগিচা থেকে গ্রেফতার করে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। মামলা সূত্রে জানা গেছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গ্রিন সিটির দুটি ভবনের জন্য আসবাবপত্র সরবরাহের ঠিকাদারি প্রতিষ্ঠান সাজিন কনস্ট্রাকশন লিমিটেডের স্বত্বাধিকারী শাহাদাত হোসেন একটি বালিশের পেছনে ব্যয় দেখান ৬ হাজার ৭১৭ টাকা। এর মধ্যে বালিশের দাম ৫ হাজার ৯৫৭ টাকা এবং প্রতি বালিশ ফ্ল্যাটে ওঠানোর খরচ দেখান ৭৬০ টাকা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর