নিজেকে বীরাঙ্গনা দাবি করা আসমা বিবিকে নিয়ে তদন্ত শুরু করেছে জয়পুরহাটের জেলা প্রশাসন। প্রতিবেশীদের তথ্যে ১৯৭১ সালে আসমা বিবির বয়স তিন বছর, আর জাতীয় পরিচয় পত্রে ৮ বছর ৩ মাস থাকা সত্ত্বেও ইউনিয়ন পরিষদের সনদ জালসহ একাধিক সনদ জাল করে আসমা বিবি মুক্তিযুদ্ধের সময় নিজেকে ২০ বছরের তরুণী দাবি করে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার আবেদন করেছেন। তিনি জয়পুরহাট সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা জয়পুরহাট জেলা শাখার চেয়ারম্যান। বিষয়টি জানাজানি হলে জেলা এবং মহিলা আওয়ামী লীগের মধ্যে প্রতিবাদের ঝড় ওঠে এবং পৌর আওয়ামী লীগের সভাপতি আজম আলী জেলা প্রশাসকের কাছে গত ৫ সেপ্টেম্বর সঠিক তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে আবেদন করেন। বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়ার আশায় নিজেকে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত করার জন্য আসমা বিবি ২০১৯ সালের ২৪ ডিসেম্বর জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) মহাপরিচালক বরাবরে আবেদন করেন। আবেদনে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা হওয়ার জন্য আসমা বিবি স্থানীয় দোগাছি ইউনিয়ন পরিষদ হতে পিতার পরিবর্তে স্বামীর নাম দিয়ে জন্মতারিখ ১৯৫০ সালের ২০ ডিসেম্বর উল্লেখ করে জন্মনিবন্ধনও করে নিয়েছেন। তবে জন্মনিবন্ধনের ভিত্তিতে জাতীয় পরিচয়পত্রে বয়স সংশোধনের আবেদন করলেও তথ্যে গরমিল থাকায় নির্বাচন কমিশন তা বাতিল করেন। তার জন্মতারিখ ১৯৬২ সালের ২০ ডিসেম্বর (জাতীয় পরিচয়পত্র নম্বর ৫৫৩৬৪২১২৯৯)। এ ছাড়াও কোনো দিন বিদ্যালয়ে না গিয়ে ১৯৬৩ সালে অষ্টম শ্রেণি পাস করেছেন মর্মে স্থানীয় একটি দাখিল মাদ্রাসা হতে প্রত্যয়নও জমা দিয়েছেন। জেলা আওয়ামী লীগের সভাপতি সামছুল আলম দুদু এমপি জানান, আসমা বিবি সে বীরাঙ্গনা সেটি কোনো দিনই বলেননি। তিনি সরকারের সঙ্গে এবং দলের সঙ্গে প্রতারণা করতে চাচ্ছেন। আসমা বিবি নিজেকে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা দাবি করে বলেন, ‘ওই সময় জাতীয় পরিচয়পত্রে আমার জন্মতারিখ ভুল করে লেখা হয়েছে। তাই আমি সংশোধন করার জন্য কাগজপত্র জমা দিয়েছি। আমি একজন প্রকৃত বীরাঙ্গনা হিসেবে যাবতীয় কাগজপত্রসহ গেজেটভুক্তির জন্য আবেদন করেছি’। জেলা প্রশাসক শরীফুল ইসলাম বলেন, ‘অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’।
শিরোনাম
- তুরস্ক যে কারণে ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন দেয়
- ব্যক্তি বা সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশের খসড়া অনুমোদন
- রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আ. লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো : জামায়াত আমির
- তীব্র তাপদাহে আক্রান্তদের জন্য মহাখালীতে হিটস্ট্রোক সেন্টার চালু
- কর ফাঁকির সুযোগ নেই, সবাইকে কর দিতে হবে: ডিএনসিসি প্রশাসক
- ১৫ বা তার কম বয়সেই যৌন সহিংসতার শিকার প্রতি পাঁচজন নারীর একজন
- কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
- কলমাকান্দায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার
- আমরণ অনশনের হুঁশিয়ারি বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের
- উপাচার্যের পদত্যাগ দাবিতে ববিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
অষ্টম কলাম
তিন বছরে বীরাঙ্গনা!
মাজেদুর রহমান, জয়পুরহাট
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর