বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
শিশু জিনিয়া অপহরণ

শিশু জিনিয়া অপহরণ

নিজস্ব প্রতিবেদক

শিশু জিনিয়া অপহরণ

ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকা থেকে ফুল বিক্রেতা শিশু জিনিয়াকে ফুচকা খাইয়ে অপহরণ করা হয়। ওই ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা করেন জিনিয়ার মা। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার আমতলা থেকে জিনিয়াকে উদ্ধার ও অপহরণের সঙ্গে জড়িত নূর নাজমা আক্তার লুপা তালুকদারকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার ওই     মামলায় লুপাকে আদালতে পাঠানো হলে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। মামলার তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তা ডিবির রমনা বিভাগের এডিসি মিশু বিশ্বাস জানান, ‘অভিযুক্ত লুপাকে নারী ও শিশু নির্যাতন আইনে করা মামলায় দুই দিনের রিমান্ডে আনা হয়েছে। তার নামে হত্যা ও প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। শিশু জিনিয়াকে তিনি এমনি নিয়ে গেছেন বলে জানিয়েছেন। তবে আমাদের ধারণা, অসদুদ্দেশ্যে লুপা জিনিয়াকে অপহরণ করেছিলেন।’

ডিবির রমনা বিভাগের ডিসি এইচ এম আজিমুল হক জানান, ‘লুপা তালুকদারকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিষয়ে বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে। আমরা সেসব যাচাই-বাছাই করছি। রিমান্ড শেষ হলে এসব বিষয়ে বিস্তারিত বলা যাবে।’ জানা গেছে, সমাজের বিভিন্ন মানুষের সঙ্গে ছবি রয়েছে লুপা তালুকদারের। এমপি, মন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রীর সঙ্গেও ছবি তুলে ফেলেছেন তিনি। লুপা ফেসবুকেও বেশ সক্রিয়। তার ফেসবুক প্রোফাইল ঘেঁটে দেখা গেছে তার পরিচয়ের বহর। লেখা রয়েছে অগ্নি টিভির ম্যানেজিং ডিরেক্টর, আওয়ামী পেশাজীবী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক, সিনিয়র রিপোর্টার নবচেতনা, সিনিয়র রিপোর্টার, সিনিয়র ক্রাইম রিপোর্টার মোহনা টিভি, ডিরেক্টর শীর্ষ টিভি, ভারপ্রাপ্ত সম্পাদক, সাপ্তাহিক শীর্ষ সমাচার, বাংলাদেশ কবি পরিষদের কবি। লুপা নিজেকে একজন সিনিয়র সাংবাদিক এবং আওয়ামী পেশাজীবী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিয়ে নানা অপকর্মে লিপ্ত ছিলেন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর