শনিবার, ১৭ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

মেহেরপুরে গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দিতে রুবিনা খাতুন (২০) নামের এক গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। নিহত রুবিনা খাতুন সদর উপজেলার উজলপুর গ্রামের মিলন হোসেনের স্ত্রী।  গতকাল সকালে এ গৃহবধূকে মৃত অবস্থায় মেহেরপুর জেনারেল হাসপাতালে ফেলে পালিয়েছে স্বামী ও স্বামীর পরিবারের লোকজন। যৌতুকের দাবিতে নির্যাতন করে আগুনে পুড়িয়ে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ রুবিনার পরিবারের। নিহত রুবিনার স্বামী মিলন হোসেন চাকরির সুবাদে গাংনী উপজেলার বামুন্দিতে ভাড়া বাসায় বসবাস করতেন। তাদের দুই বছর বয়সী এক কন্যা শিশু রয়েছে।

রুবিনার নানী পারুলী বেগম বলেন, রুবিনার সঙ্গে তিন বছর আগে মিলনের বিয়ে হয়। বিয়ের সময় মিলনকে ৫০ হাজার টাকা যৌতুক দেওয়া হয়। বিয়ের পর থেকে ১ লাখ টাকা যৌতুকের দাবিতে সে প্রায়ই রুবিনাকে নির্যাতন করত। মিলনের মা সিফারা খাতুনের কথামতো মিলন বিভিন্ন সময় আমাদের সঙ্গে টাকা দাবি করত। অশান্তির এক পর্যায়ে তারা বামন্দিতে বাসা ভাড়া নিয়ে চলে যায়। সেখানে প্রতি সপ্তাহে মিলনের মা গিয়ে অশান্তি সৃষ্টি করতেন। পরে আমাদের পরিবারের পক্ষে যৌতুকের ওই টাকা দেওয়া সম্ভব নয় বলে মিলনকে জানিয়ে দেওয়া হয়েছিল। এরই মধ্যে রুবিনার মৃত্যুর খবর পান বলে জানান পারুলী। মেহেরপুর জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক হাবিবুর রহমান বলেন, সকাল ৬টার দিকে এক ব্যক্তি ওই নারীকে দগ্ধ অবস্থায় হাসপাতালে আনেন। এ সময় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করলে ওই ব্যক্তি পালিয়ে যান। মেহেরপুর সদর থানার ওসি (তদন্ত) আমিরুল ইসলাম জানান, ঘটনার পর থেকে মিলন পলাতক রয়েছে। নিহত নারীর শরীরের সমস্ত অংশ ঝলসে গেছে। তবে কীভাবে কেন পুড়িয়ে হত্যা করা হলো তা তদন্তে এবং ময়নাতদন্ত রিপোর্টে জানা যাবে।

সর্বশেষ খবর