জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের দুর্নীতি, নিয়োগ বাণিজ্য, স্বৈরতন্ত্র, নিপীড়নমূলক আচরণের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ না করলে শিক্ষক ও নাগরিকদের সঙ্গে নিয়ে একটি গণতদন্ত কমিটি গঠন করা হবে। বিশ্ববিদ্যালয়ে আসলে কী হচ্ছে, তার ওপর তদন্ত করে প্রতিবেদন জনগণের সামনে প্রকাশ করা হবে। সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে অপসারণের নোটিস ও দুই শিক্ষার্থীকে বহিষ্কারের প্রতিবাদে গতকাল বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের এক সম্মেলনে তিনি এ কথা বলেন। ভার্চুয়ালি আয়োজিত ওই সংবাদ সম্মেলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মানস চৌধুরীর পরিচালনায় আরও যুক্ত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. আবদুল্লাহ হারুন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা প্রমুখ। আনু মুহাম্মদ বলেন, আপাতদৃষ্টিতে দুজন শিক্ষার্থী কিংবা তিনজন শিক্ষকের ওপর বিশ্ববিদ্যালয় প্রশাসনের আক্রমণ মনে হলেও এটি আসলে সব বিশ্ববিদ্যালয়ের ওপর আক্রমণ। পাবলিক বিশ্ববিদ্যালয়ের ওপর আক্রমণ মানেই দেশের সব নাগরিকের ওপর আক্রমণ। অধ্যাপক ড. আবদুল্লাহ হারুন চৌধুরী বলেন, বলা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের ২১২তম সিন্ডিকেটে শিক্ষকদের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আসলে তা নয়। ২১১তম সিন্ডিকেটে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা জরুরি ভিত্তিতে আহ্বান করা হয়। এ সিন্ডিকেট ছিল উদ্দেশ্যপ্রণোদিত। সংবাদ সম্মেলন থেকে চার দফা দাবি জানানো হয়। সেগুলো হলো- অবিলম্বে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের শাস্তি বাতিল, প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতিসহ সব অভিযোগের তদন্ত, অযোগ্য-দুর্নীতিবাজ উপাচার্য নিয়োগ বন্ধ করে বিশ্ববিদ্যালয়ের পরিচালনাবিধিতে গণতন্ত্রায়ণ ও স্বায়ত্তশাসন নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের পক্ষে দাঁড়ানোর ‘শাস্তি’ হিসেবে শিক্ষকদের ভয় দেখানো বন্ধ। এসব দাবিতে ২৮ জানুয়ারি দেশব্যাপী সব বিশ্ববিদ্যালয়ে একযোগে শিক্ষার্থী-শিক্ষক প্রতিবাদ সমাবেশ করবে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।
শিরোনাম
- অবশেষে চলেই গেলেন কিংবদন্তী অভিনেতা ধর্মেন্দ্র, ভারতীয় গণমাধ্যমের দাবি
- প্রধান উপদেষ্টা সুষ্ঠু নির্বাচন করতে পারবেন, বিশ্বাস বিএনপির: রিজভী
- মোহাম্মদপুরে অপহরণ ও নির্যাতনের মামলায় গ্রেপ্তার ৯
- সাময়িক বন্ধ হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম
- ঝিনাইদহে উদ্ধারকৃত ১৬ ককটেল ধ্বংস করল বোম্ব ডিসপোজাল ইউনিট
- জবির নারীসহ চার শিক্ষার্থীকে মারধর
- ‘আওয়ামী লীগের ডিজিটাল নিরাপত্তা আইন ছিল সবার সঙ্গে প্রতারণা’
- দুই বছরের বিরতি শেষে পর্দায় ফিরছেন বিদ্যা সিনহা মিম
- ‘গণতন্ত্রের চর্চা হোক ক্লাসরুম থেকে’ স্লোগানে চবি রাজনীতি বিজ্ঞান বিভাগে সিআর নির্বাচন
- নির্বাচন ও গণভোটের বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না: অর্থ উপদেষ্টা
- রংপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭
- মালয়েশিয়ায় বন্যা: শাহ আলমের আশেপাশে বেশ কয়েকটি সড়ক বন্ধ, ভ্রমণে ঝুঁকি
- সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় গাইলেন বাপ্পা মজুমদার ও কোনাল
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- নগদ টাকার লেনদেন কমাতে পারলে দুর্নীতি কমে আসবে: গভর্নর
- প্রথমবারের মতো ভাড়াটিয়া-বাড়িমালিকদের নিয়ে বসছে ডিএনসিসি
- অন্যস্বর টরন্টোর আয়োজনে অভিনেত্রী শান্তা ইসলামের সঙ্গে কথোপকথন
- বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক
- সাক্ষী না আসায় পিছিয়েছে আবু সাঈদ হত্যা মামলার শুনানি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
সংবাদ সম্মেলনে আনু মুহাম্মদ
উপাচার্যদের স্বৈরাচারীর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে গণতদন্ত কমিটি
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর