ভারত এই প্রথম জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশ থেকে রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য আন্তর্জাতিক উদ্যোগের প্রস্তাব তুলল। ভারতীয় সময় শনিবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে মিয়ানমার প্রসঙ্গ নিয়ে ‘ঘরোয়া’ আলোচনা হয়। সেখানে জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত টিএস থিরুমূর্তি আলোচনায় অংশ নিয়ে বলেন, ‘অবিলম্বে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে রাখাইন প্রদেশে নিরাপদে দ্রুত প্রত্যাবর্তনের প্রক্রিয়া শুরু করা উচিত।’ তিনি স্মরণ করিয়ে দেন, এতদিন যে সমঝোতা তৈরি হয়েছিল মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে, তার বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক উদ্যোগ প্রয়োজন। সেই সাফল্যকে বিফলে যেতে দেওয়া যায় না। বর্তমানে ভারত জাতিসংঘে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য। রাষ্ট্রদূত মিয়ানমারের সাম্প্রতিক সেনা অভ্যুত্থানের বিষয়েও বক্তব্য রাখেন। তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবর্তন ভারতের স্বার্থে জরুরি। কারণ ভারত একমাত্র দেশ যে বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে সীমান্ত অংশীদারিত্ব করে। তিনি মনে করিয়ে দেন, অচিরেই এই সমস্যার সমাধান না হলে রোহিঙ্গাদের মধ্যে চরমপন্থা স্থান করে নিতে পারে, যা গোটা বিশ্বের জন্য বিপজ্জনক হয়ে উঠবে। এ সময় তিনি রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‘আমরা দুই দেশের সঙ্গে আলোচনা করছি যাতে একটি বাস্তবসম্মত, গঠনমূলক সমাধান পাওয়া যায়।’ রাষ্ট্রদূত বিশ্ব নেতাদের উদ্দেশে বলেন, ‘অবিলম্বে বাংলাদেশ সরকারকে আর্থিক এবং অন্যান্যভাবে সহযোগিতা দেওয়া উচিত।’ এরপর তিনি মিয়ানমারে সেনা অভ্যুত্থানের প্রসঙ্গে বলেন, সম্প্রতি মিয়ানমারে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছিল। তাকে কোনোমতেই ব্যর্থ হতে দেওয়া যায় না। মিয়ানমারে যাতে দ্রুত গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসে তার জন্য আন্তর্জাতিক বিশ্বের হস্তক্ষেপ প্রয়োজন।’
শিরোনাম
- রাজনীতিতে স্থিতিশীলতা চায় বিএনপি : আমীর খসরু
- নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন মোদি
- ফেলানীর ছোট ভাইকে চাকরি দিলো বিজিবি
- সৌদি সফর শেষে যুক্তরাজ্য যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
- খাগড়াছড়ির পাহাড়ে পূজার আমেজ, প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
- ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
- শারদীয় দুর্গোৎসবে সারা’র আয়োজন
- বাংলাদেশ থেকেও দেখা যাবে ‘এইচবিও ম্যাক্স’
- শিক্ষার্থীদের ইন্টারনেট আসক্তি ও বই পড়ার আগ্রহ বিষয়ে ফকিরহাটে শুভসংঘের আলোচনা সভা
- স্ন্যাপচ্যাটে নতুন দুই ফিচার চালু
- সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা
- যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক
- বাজারে এলো সাশ্রয়ী মূল্যের ‘আকিজ ড্রিংকিং ওয়াটার’
- ৫ দিনের রিমান্ডে স্বাস্থ্যের ঠিকাদার মিঠু
- লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৬ বাংলাদেশি
- উখিয়ায় বন্যহাতির রহস্যজনক মৃত্যু
- যুক্তরাষ্ট্রে দ্বীপে চীনের ‘গুয়াম কিলার’ আতঙ্ক
- বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে নতুন বাহিনী ‘এয়ার গার্ড’
- মোংলায় ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
- হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে বদলাবে গ্রুপ চ্যাটের ধরণ
জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবর্তনের দাবি তুলল ভারত
নয়াদিল্লি প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর