ভারত এই প্রথম জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশ থেকে রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য আন্তর্জাতিক উদ্যোগের প্রস্তাব তুলল। ভারতীয় সময় শনিবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে মিয়ানমার প্রসঙ্গ নিয়ে ‘ঘরোয়া’ আলোচনা হয়। সেখানে জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত টিএস থিরুমূর্তি আলোচনায় অংশ নিয়ে বলেন, ‘অবিলম্বে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে রাখাইন প্রদেশে নিরাপদে দ্রুত প্রত্যাবর্তনের প্রক্রিয়া শুরু করা উচিত।’ তিনি স্মরণ করিয়ে দেন, এতদিন যে সমঝোতা তৈরি হয়েছিল মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে, তার বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক উদ্যোগ প্রয়োজন। সেই সাফল্যকে বিফলে যেতে দেওয়া যায় না। বর্তমানে ভারত জাতিসংঘে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য। রাষ্ট্রদূত মিয়ানমারের সাম্প্রতিক সেনা অভ্যুত্থানের বিষয়েও বক্তব্য রাখেন। তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবর্তন ভারতের স্বার্থে জরুরি। কারণ ভারত একমাত্র দেশ যে বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে সীমান্ত অংশীদারিত্ব করে। তিনি মনে করিয়ে দেন, অচিরেই এই সমস্যার সমাধান না হলে রোহিঙ্গাদের মধ্যে চরমপন্থা স্থান করে নিতে পারে, যা গোটা বিশ্বের জন্য বিপজ্জনক হয়ে উঠবে। এ সময় তিনি রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‘আমরা দুই দেশের সঙ্গে আলোচনা করছি যাতে একটি বাস্তবসম্মত, গঠনমূলক সমাধান পাওয়া যায়।’ রাষ্ট্রদূত বিশ্ব নেতাদের উদ্দেশে বলেন, ‘অবিলম্বে বাংলাদেশ সরকারকে আর্থিক এবং অন্যান্যভাবে সহযোগিতা দেওয়া উচিত।’ এরপর তিনি মিয়ানমারে সেনা অভ্যুত্থানের প্রসঙ্গে বলেন, সম্প্রতি মিয়ানমারে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছিল। তাকে কোনোমতেই ব্যর্থ হতে দেওয়া যায় না। মিয়ানমারে যাতে দ্রুত গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসে তার জন্য আন্তর্জাতিক বিশ্বের হস্তক্ষেপ প্রয়োজন।’
শিরোনাম
- করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
- সকালের মধ্যে সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা
- ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল
- ইমন-হৃদয়-তানভীরের ত্রয়ী দাপট কলম্বোতে
- শ্রীলঙ্কাকে হারিয়ে সমতা ফেরাল বাংলাদেশ
- মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড: জাহিদ হাসান
- জ্ঞানীরা পিআর সিস্টেমে নির্বাচন চায় : ফয়জুল করিম
- পাহাড়ি ফল ঐতিহ্যের অংশ : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
- পল্লী বিদ্যুতের সাব-যোনাল অফিস স্থানান্তরের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ
- প্রবাসী ভাইয়ের লাশ আনতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের
- নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
- বিচার ও সংস্কারের মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে : নাহিদ
- চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
- উত্তাল বঙ্গোপসাগরে আশ্রয় নিল শত শত ট্রলার, চার বন্দরে সতর্কতা
- বিএনপি নামলে নির্বাচন পেছানোর সাহস কারো নেই : গয়েশ্বর
- পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিজমের রাস্তা বন্ধ হবে : জামায়াত আমির
- রূপগঞ্জে কুপিয়ে আহত ইলেকট্রিশিয়ানের মৃত্যু
- কুড়িগ্রামে কঠোর নিরাপত্তায় উল্টো রথ যাত্রা উদযাপন
- মির্জা ফখরুলসহ বিএনপির শীর্ষ নেতারা সিলেটে যাচ্ছেন কাল
- চিঠিতে সই ট্রাম্পের, ১২ দেশের ওপর আসছে নতুন শুল্ক
জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবর্তনের দাবি তুলল ভারত
নয়াদিল্লি প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর