ভারত এই প্রথম জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশ থেকে রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য আন্তর্জাতিক উদ্যোগের প্রস্তাব তুলল। ভারতীয় সময় শনিবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে মিয়ানমার প্রসঙ্গ নিয়ে ‘ঘরোয়া’ আলোচনা হয়। সেখানে জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত টিএস থিরুমূর্তি আলোচনায় অংশ নিয়ে বলেন, ‘অবিলম্বে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে রাখাইন প্রদেশে নিরাপদে দ্রুত প্রত্যাবর্তনের প্রক্রিয়া শুরু করা উচিত।’ তিনি স্মরণ করিয়ে দেন, এতদিন যে সমঝোতা তৈরি হয়েছিল মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে, তার বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক উদ্যোগ প্রয়োজন। সেই সাফল্যকে বিফলে যেতে দেওয়া যায় না। বর্তমানে ভারত জাতিসংঘে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য। রাষ্ট্রদূত মিয়ানমারের সাম্প্রতিক সেনা অভ্যুত্থানের বিষয়েও বক্তব্য রাখেন। তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবর্তন ভারতের স্বার্থে জরুরি। কারণ ভারত একমাত্র দেশ যে বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে সীমান্ত অংশীদারিত্ব করে। তিনি মনে করিয়ে দেন, অচিরেই এই সমস্যার সমাধান না হলে রোহিঙ্গাদের মধ্যে চরমপন্থা স্থান করে নিতে পারে, যা গোটা বিশ্বের জন্য বিপজ্জনক হয়ে উঠবে। এ সময় তিনি রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‘আমরা দুই দেশের সঙ্গে আলোচনা করছি যাতে একটি বাস্তবসম্মত, গঠনমূলক সমাধান পাওয়া যায়।’ রাষ্ট্রদূত বিশ্ব নেতাদের উদ্দেশে বলেন, ‘অবিলম্বে বাংলাদেশ সরকারকে আর্থিক এবং অন্যান্যভাবে সহযোগিতা দেওয়া উচিত।’ এরপর তিনি মিয়ানমারে সেনা অভ্যুত্থানের প্রসঙ্গে বলেন, সম্প্রতি মিয়ানমারে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছিল। তাকে কোনোমতেই ব্যর্থ হতে দেওয়া যায় না। মিয়ানমারে যাতে দ্রুত গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসে তার জন্য আন্তর্জাতিক বিশ্বের হস্তক্ষেপ প্রয়োজন।’
শিরোনাম
- কুড়িগ্রামে বিএনপি নেতা হুমায়ুন কবীরের বহিস্কারাদেশ প্রত্যাহার
- বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত
- বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী
- দিনাজপুরে বিএনপি'র সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন বাতিল দাবিতে বিক্ষোভ
- সরকারি মেডিকেলে ভর্তিতে আসন কমল
- বগুড়ায় পুন্ড্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন
- ১১তম গ্রেড বাস্তবায়নের আশ্বাসে প্রাথমিক শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার
- বগুড়ায় ‘রাষ্ট্র সংস্কারের নবযাত্রা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক সভা
- ইউক্রেনের পূর্বাঞ্চলে আরও তিনটি গ্রাম দখল রাশিয়ার
- যেসব চুক্তি করতে ভারতে আসছেন পুতিন
- খাদ্য সংকটে লাখো বাংলাদেশিসহ ৪ কোটি আমেরিকান!
- সিদ্ধিরগঞ্জে বিএনপি প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
- সাবেক মেয়র আইভীকে শ্যোন অ্যারেস্ট
- দ্বিতীয় বিয়ে করলেই সাত বছরের দণ্ড, আসামে মন্ত্রিসভায় বিল পাস
- স্কুলে ভর্তি লটারিতে, আবেদন শুরু ২১ নভেম্বর
- নাইজেরিয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত অন্তত ২০০
- পুলিশ পরিচয়ে প্রতারণা, টাকা হাতিয়ে নিচ্ছে চক্র
- আশুলিয়ায় ছিনতাইকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার
- গাজায় সেনা পাঠাবে না আরব আমিরাত
- বাগেরহাটের চারটি সংসদীয় আসন বহাল রেখে হাইকোর্টের রায়
জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবর্তনের দাবি তুলল ভারত
নয়াদিল্লি প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর