ভারত এই প্রথম জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশ থেকে রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য আন্তর্জাতিক উদ্যোগের প্রস্তাব তুলল। ভারতীয় সময় শনিবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে মিয়ানমার প্রসঙ্গ নিয়ে ‘ঘরোয়া’ আলোচনা হয়। সেখানে জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত টিএস থিরুমূর্তি আলোচনায় অংশ নিয়ে বলেন, ‘অবিলম্বে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে রাখাইন প্রদেশে নিরাপদে দ্রুত প্রত্যাবর্তনের প্রক্রিয়া শুরু করা উচিত।’ তিনি স্মরণ করিয়ে দেন, এতদিন যে সমঝোতা তৈরি হয়েছিল মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে, তার বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক উদ্যোগ প্রয়োজন। সেই সাফল্যকে বিফলে যেতে দেওয়া যায় না। বর্তমানে ভারত জাতিসংঘে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য। রাষ্ট্রদূত মিয়ানমারের সাম্প্রতিক সেনা অভ্যুত্থানের বিষয়েও বক্তব্য রাখেন। তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবর্তন ভারতের স্বার্থে জরুরি। কারণ ভারত একমাত্র দেশ যে বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে সীমান্ত অংশীদারিত্ব করে। তিনি মনে করিয়ে দেন, অচিরেই এই সমস্যার সমাধান না হলে রোহিঙ্গাদের মধ্যে চরমপন্থা স্থান করে নিতে পারে, যা গোটা বিশ্বের জন্য বিপজ্জনক হয়ে উঠবে। এ সময় তিনি রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‘আমরা দুই দেশের সঙ্গে আলোচনা করছি যাতে একটি বাস্তবসম্মত, গঠনমূলক সমাধান পাওয়া যায়।’ রাষ্ট্রদূত বিশ্ব নেতাদের উদ্দেশে বলেন, ‘অবিলম্বে বাংলাদেশ সরকারকে আর্থিক এবং অন্যান্যভাবে সহযোগিতা দেওয়া উচিত।’ এরপর তিনি মিয়ানমারে সেনা অভ্যুত্থানের প্রসঙ্গে বলেন, সম্প্রতি মিয়ানমারে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছিল। তাকে কোনোমতেই ব্যর্থ হতে দেওয়া যায় না। মিয়ানমারে যাতে দ্রুত গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসে তার জন্য আন্তর্জাতিক বিশ্বের হস্তক্ষেপ প্রয়োজন।’
শিরোনাম
- শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে সময় বেঁধে দিলেন ট্রাম্প
- মামদানিকে ট্রাম্পের অভিনন্দন, বৈঠককে বললেন ‘দারুণ ও ফলপ্রসূ’
- ফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবর্তনের দাবি তুলল ভারত
নয়াদিল্লি প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর