বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১ ০০:০০ টা

টিকার কার্যকারিতাকে সমস্যায় ফেলতে পারে

-ডা. নজরুল ইসলাম

টিকার কার্যকারিতাকে সমস্যায় ফেলতে পারে

জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সদস্য ও ভাইরোলজিস্ট অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন, যুক্তরাজ্য থেকে ছড়িয়ে পড়া করোনার নতুন ধরনের সংক্রমণক্ষমতা বেশি। তাই সতর্ক থাকতে হবে। টিকার কার্যকারিতাকে সমস্যায় ফেলতে পারে এই ভেরিয়েন্ট। এ জন্য সবাইকে দ্রুত টিকা নিয়ে নিতে হবে। গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘কেউ মাস্ক পরছে না। মানুষের সামাজিক অনুষ্ঠানে

যাওয়ার প্রবণতা বেড়েছে। টুরিস্ট স্পটগুলোতে হোটেল নাকি ফাঁকা নেই এমন সংবাদও দেখছি গণমাধ্যমে। তাহলে কী করে সংক্রমণ নিয়ন্ত্রণে থাকবে? শীতে আমাদের দেশে ইনফ্লুয়েঞ্জা-এ, প্যারা-ইনফ্লুয়েঞ্জা-থ্রি, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস (আরএসভি) ও রাইনোভাইরাস প্রবলভাবে থাকে। এগুলোর কারণেই শীতে সর্দি, কাশি, জ্বর ও নিউমোনিয়ার রোগী বেশি দেখা যায়। এসব ভাইরাস রেসপিরেটরি ভাইরাস। করোনাভাইরাসও একই। আর ভাইরাসের নিয়ম হচ্ছে, শরীরে যখন একটি ঢোকে, সেটি সহজে অন্য ভাইরাস ঢুকতে দেয় না। ঢুকলেও বের করে দেয়।’ গরম পরতে শুরু করেছে। শীতের এসব রেগুলার ভাইরাস চলে যাবে। তাই সংক্রমণ বাড়তে পারে।’

ডা. নজরুল ইসলাম বলেন, একটা নিচু ঢেউ গরমের দিনে আসতে পারে। কিন্তু অত বড় হবে না, হালকা একটা ওয়েভ আসবে। নতুন স্টেইন দেশে ঢুকেছে। জটিলতা কম হলেও এটি অনেক বেশি সংক্রামক। মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানানোর জন্য নিয়মিত ভিত্তিতে সরকারের আবার কাজ করা দরকার। এ জন্য ভ্রাম্যমাণ আদালতসহ যা যা করা দরকার তা-ই করতে হবে।

সর্বশেষ খবর