শনিবার, ১৩ মার্চ, ২০২১ ০০:০০ টা

দাম নিয়ে ইঁদুর-বিড়াল খেলা বন্ধ করতে হবে

-ড. এম শামসুল আলম

দাম নিয়ে ইঁদুর-বিড়াল খেলা বন্ধ করতে হবে

কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) উপদেষ্টা অধ্যাপক ড. এম শামসুল আলম বলেছেন, রমজান মাসে যেসব পণ্যের চাহিদা বাড়ে সেগুলোর যৌক্তিক মুনাফা সমন্বয় করে দাম নির্ধারণ করবে ট্যারিফ কমিশন। সরকার সেই দাম তৃণমূল থেকে রাজধানী পর্যন্ত বাস্তবায়নে মনিটরিং করবে। দাম নিয়ে ইঁদুর-বিড়াল খেলা বন্ধ করতে হবে। গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রতি বছর রমজান এলেই পণ্যের ঊর্ধ্বমুখী দাম নিয়ে শুরু হয় হইচই। আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে দাম বাড়ানোর সুযোগ নেই। কারণ আন্তর্জাতিক বাজার, কর-ভ্যাটসহ সব খরচ বিবেচনা করে দাম নির্ধারণ করবে ট্যারিফ কমিশন। প্রতি বছর ব্যবসায়ীদের সঙ্গে ক্লোজ ডোর মিটিং করে পণ্যের দাম নির্ধারণ করে বাণিজ্য মন্ত্রণালয়। এটার কোনো প্রয়োজন নেই। ট্যারিফ কমিশনের নির্ধারিত দাম বাণিজ্য মন্ত্রণালয় ক্যাবকে সঙ্গে নিয়ে তৃণমূল থেকে রাজধানী পর্যন্ত তা বাস্তবায়ন করবে। নিয়মিত মনিটরিং করবে, প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের ব্যবস্থা করতে হবে। নামকাওয়াস্তে বাজার মনিটরিং না করে রমজানের এক মাস আগে থেকে বাজারে নামতে হবে। নয় তো প্রতি বছরের মতো পণ্যের দাম বাড়িয়ে সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হবে। রমজানের বাজার নিয়ে এসব ইঁদুর-বিড়াল খেলা বন্ধ করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর