জাতীয় উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে আঞ্চলিক উন্নয়ন। আর সুষম উন্নয়নের জন্য অঞ্চলভিত্তিক সম্ভাবনাময় খাতগুলোতে বাজেটে বিশেষ বরাদ্দ রাখা প্রয়োজন বলে মনে করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী। যে এলাকায় যে শিল্পের কাঁচামাল প্রাপ্তি সহজ, সেখানে সে রকম শিল্প-কারখানা গড়ে তোলা প্রয়োজন। এতে কাঁচামালের সঠিক ব্যবহার হওয়ার পাশাপাশি উৎপাদন ও পরিবহন ব্যয় কম পড়বে। আগামী বাজেট নিয়ে নিজের প্রত্যাশার কথা ব্যক্ত করতে গিয়ে বাংলাদেশ প্রতিদিনের কাছে এমন মন্তব্য করেন ফারুক মাহমুদ চৌধুরী। তিনি বলেন, অবকাঠামোগত উন্নয়ন ও শিল্প-কারখানা স্থাপনের দিক থেকে সিলেট অঞ্চল অনেক পিছিয়ে রয়েছে। অথচ এখানে শিল্প-কারখানা গড়ে তোলার অনেক সম্ভাবনা রয়েছে। ২০১০ সালে দেশে ‘বিশেষ অর্থনৈতিক অঞ্চল’ স্থাপন বিল পাস হয়েছে। সরকারকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের ধারণাটা সিলেট চেম্বার অব কমার্সই দিয়েছিল। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে এ রকম অর্থনৈতিক অঞ্চল স্থাপিত হলেও সিলেটে এখনো আশ্বাসের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। অথচ প্রবাসী অধ্যুষিত সিলেটে এ রকম উদ্যোগ বাস্তবায়িত হলে দেশীয় বিনিয়োগকারীদের পাশাপাশি পার্শ্ববর্তী ভারতের অনেক শিল্পপ্রতিষ্ঠান এখানে বিনিয়োগ করতে আগ্রহী হবে। তাই আগামী বাজেটে শিল্প খাতে পিছিয়ে পড়া সিলেটের জন্য বিশেষ বরাদ্দ প্রয়োজন। সিলেটে নির্মিতব্য হাইটেক পার্কের কাজে ধীরগতির কথা উল্লেখ করে ফারুক মাহমুদ বলেন, প্রযুক্তিভিত্তিক এই বিশেষ প্রকল্প নিয়ে সিলেটের মানুষের মধ্যে বিশেষ আগ্রহ দেখা দিয়েছিল। কিন্তু প্রকল্প বাস্তবায়নে ধীরগতির কারণে বিনিয়োগকারীরা আগ্রহ হারাচ্ছেন। প্রকল্পটির পূর্ণ বাস্তবায়নের জন্য বাজেটে বিশেষ বরাদ্দ প্রয়োজন। করোনা পরিস্থিতিতে নতুন করে দেশের প্রায় আড়াই কোটি মানুষের অর্থনৈতিক অবস্থা দারিদ্র্যসীমার নিচে নেমে এসেছে। আগামী বাজেটে এই বৃহৎ জনগোষ্ঠীর জন্য বিশেষ উদ্যোগ নেওয়া প্রয়োজন। এদের অর্থনৈতিক অবস্থা আগের অবস্থানে ফিরিয়ে নিতে দেশের অর্থনীতিকে আরও গতিশীল করতে হবে। নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। বিশেষ প্রণোদনার আওতায় নিয়ে তাদের বর্তমান অবস্থার উন্নতি ঘটাতে হবে। এ জন্য বাজেটে আলাদা বরাদ্দ রাখা প্রয়োজন। ইতিমধ্যে সরকার যেসব প্রণোদনামূলক উদ্যোগ নিয়েছে, সেগুলোর যথাযথ বাস্তবায়ন ঘটানো প্রয়োজন বলেও মনে করেন নাগরিক সমাজের এই প্রতিনিধি। ফারুক মাহমুদ বলেন, ব্যবসাবান্ধব বাজেটের নামে যাতে শুধু কতিপয় ব্যবসায়ীর পকেটের উন্নয়ন না হয় সেদিকেও খেয়াল রাখা প্রয়োজন। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও দুর্নীতি বন্ধের স্বার্থে বিদেশে দুর্নীতিবাজদের পাচার করা অর্থ ফিরিয়ে আনারও উদ্যোগ নেওয়া দরকার।
শিরোনাম
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
- দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল
- ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান: তালেবান
- ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ
সুষম উন্নয়নে অঞ্চলভিত্তিক বিশেষ বরাদ্দ প্রয়োজন
-ফারুক মাহমুদ চৌধুরী
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর