শুক্রবার, ২১ মে, ২০২১ ০০:০০ টা

যশোরে কৃষি ও শিল্পভিত্তিক শিল্পায়নের প্রস্তাব

কৃষি ও শিল্পে অপার সম্ভাবনার জেলা যশোর। প্রাচীনতম এই জেলা আকাশ, নৌ, রেল ও সড়কপথে দেশের অন্যান্য স্থানের সঙ্গে সংযুক্ত। এখানে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল। আছে নওয়াপাড়া নৌবন্দর। এখান থেকে রেলপথে রয়েছে ভারতের সঙ্গে যোগাযোগ। বহু বছর ধরে এই জেলা কৃষি উৎপাদনে উদ্বৃত্ত। এখানকার সবজি, ফুল, মাছ, রেণু পোনা সারা দেশের চাহিদা মেটায়। সম্ভাবনাময় এ জেলায় গড়ে ওঠেনি কৃষিভিত্তিক শিল্প। অন্য শ্রমঘন শিল্পও হয়নি সেভাবে। তাই আগামী বাজেটে কৃষি ও কৃষকের উন্নয়ন, শ্রমঘন শিল্প স্থাপনের মাধ্যমে বেকারত্ব নিরসনের দাবি স্থানীয় ব্যবসায়ীদের। যশোর থেকে নিজস্ব প্রতিবেদক সাইফুল ইসলাম

শিল্পে পিছিয়ে যশোর বিশেষ নজর চাই

নারী উদ্যোক্তাদের সাপোর্টের বিষয়টি থাকতে হবে

দুর্নীতি ও ব্যবস্থাপনার ত্রুটি বন্ধে কঠোর হতে হবে

সর্বশেষ খবর