সোমবার, ৩১ মে, ২০২১ ০০:০০ টা

সময় পাল্টে ফাইজারের টিকা আসছে আজ

রাশিয়ার টিকা নিয়ে সিদ্ধান্ত এ সপ্তাহেই

নিজস্ব প্রতিবেদক

ফাইজারের টিকা গতকাল রাতে নয়, আজ রাতে আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য-সচিব ডা. শামসুল হক। এ ছাড়া স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম জানিয়েছেন, রাশিয়ার ভ্যাকসিন কেনার বিষয়ে চলতি সপ্তাহে দাম নির্ধারণ করে প্রস্তাব পাঠানো হবে।

এদিকে গতকাল সকাল থেকেই ফাইজারের টিকা পৌঁছানো নিয়ে তথ্য বিভ্রাট শুরু হয়। এর আগে সকালে ডা. শামসুল হক জানিয়েছিলেন, গতকাল রাতে কোভ্যাক্সের ১ লাখ ৬ হাজার ডোজ টিকার চালান আসবে। পরে দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতর আয়োজিত ভার্চুয়াল বুলেটিনে অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন জানান, আজ (রবিবার) টিকার চালান আসছে না। ১০ থেকে ১২ দিন দেরি হবে। পরবর্তীতে তিনি তথ্য ভুল দিয়েছেন বলে সংশোধনী দেন। বিকালে আবার জানানো হয়, রবিবার রাতে নয়, আজ সোমবার রাতে টিকার চালান আসছে। ডা. শামসুল হক বলেন, ‘আমরা জানতাম আজ রাতেই (রবিবার) যুক্তরাষ্ট্রের কোম্পানি ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেকের তৈরি করোনাভাইরাস প্রতিষেধক টিকার প্রথম চালান আসছে। কিন্তু পরে কার্গোর কনফারমেশনের তথ্য নিতে গিয়ে দেখি আজ রাতে (রবিবার) নয় সোমবার রাতে এসে পৌঁছাবে। সোমবার রাত ১১টা ২০ মিনিটে টিকা দেশে পৌঁছাবে বলে আশা করছি।’

রাশিয়ার টিকা কিনতে এ সপ্তাহেই সিদ্ধান্ত : রাশিয়ার ভ্যাকসিন কেনার বিষয়ে চলতি সপ্তাহে দাম নির্ধারণ করে প্রস্তাব পাঠানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে এক পর্যালোচনা সভা শেষে তিনি এ কথা জানান। রাশিয়ার টিকা কেনার বিষয়ে মহাপরিচালক বলেন, ‘আমরা চিঠি লিখেছি। তারা আমাদের জানিয়েছে, কিছু তথ্য দিয়েছে। আমরা পর্যালোচনা করে তাদের উত্তর দেব। তারপর সিদ্ধান্ত হবে। দাম এখনো ঠিক করে পাঠানো হয়নি। এ সপ্তাহের মধ্যে আমরা পাঠাব।’ অ্যাস্ট্রাজেনেকার টিকার বিষয়ে মহাপরিচালক বলেন, ‘এখন পর্যন্ত এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। তারা দেবে না এটা বলেনি। এখনো বলছে দেব।’

টিকা নিলেন আরও ৯০৩ চীনা নাগরিক : চীনের উপহারের টিকা থেকে আরও ৯০৩ জন চীনা নাগরিককে টিকা দেওয়া হয়েছে। গতকাল রাজধানীর চার টিকা কেন্দ্র থেকে তারা এ টিকা নিয়েছেন। এর আগে গত শনিবার রাজধানীর কেন্দ্রগুলোতে টিকা নিয়েছেন ৭৩৮ জন চীনের নাগরিক। স্বাস্থ্য অধিদফতরের পাঠানো তথ্য সূত্রে জানা গেছে, গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে টিকা নিয়েছেন ২২৯ জন চীনা নাগরিক, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল কেন্দ্রে টিকা নিয়েছেন ২২২ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে টিকা নিয়েছেন ২২৯ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে টিকা নিয়েছেন ২২৩ জন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া তালিকা অনুযায়ী চীনা নাগরিকদের টিকা দেওয়া হয়েছে। গতকাল ১১৩ জন পুরুষ ও ৮৯ জন নারী টিকা নিয়েছেন। এরপর কাদের টিকা দেওয়া হবে, সে ব্যাপারে আমরা কোনো নির্দেশনা পাইনি। নির্দেশনা অনুযায়ী পরের কার্যক্রম পরিচালনা করা হবে।’ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মো. রশীদ-উন-নবী বলেন, ‘গতকাল এই হাসপাতালে ২২২ জন চীনা নাগরিক টিকা দিয়েছেন। এর মধ্যে ২০১ জন পুরুষ ও ২১ জন নারী। এর আগে গত শনিবার টিকা নিয়েছেন ১৩৯ জন চীনা নাগরিক। তারা বাংলাদেশে অবস্থানকারী চীনের নাগরিক।’

সর্বশেষ খবর