শুক্রবার, ১৬ জুলাই, ২০২১ ০০:০০ টা
রংপুরে বসুন্ধরা গ্রুপের ত্রাণ

ঈদের আগে হামার খুব উপকার হইল বাহে

নিজস্ব প্রতিবেদক, রংপুর

ঈদের আগে হামার খুব উপকার হইল বাহে

রংপুরে বসুন্ধরা গ্রুপের ত্রাণ পেয়ে খুশি মানুষ -বাংলাদেশ প্রতিদিন

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান বলেছেন, করোনা দুর্যোগের সময় বসুন্ধরা গ্রুপ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। এটা খুবই ভালো উদ্যোগ। সরকারের পাশাপাশি এই সহায়তা কষ্টে থাকা মানুষের খুব উপকারে আসবে। বসুন্ধরা গ্রুপের কালের কণ্ঠ পত্রিকার শুভসংঘের এই উদ্যোগ প্রশংসনীয়। করোনার কারণে কর্মহীন মানুষ কষ্টে ছিলেন। তাদের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ায় অসহায় মানুষগুলোর খুব উপকার হবে। গতকাল দুপুরে রংপুর জিলা স্কুল মাঠে সামাজিক দূরত্ব নিশ্চিত করে শুভসংঘের উদ্যোগে ত্রাণ সহায়তা বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক এসব কথা বলেন। এখানে ৩০০ অসহায় দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন প্রধান অতিধি জেলা প্রশাসক। নগরের নূরপুর এলাকার সাহেমা বেগমের কোমর থেকে নিচের অংশ অবশ। তিনি এসেছেন হুইল চেয়ারে করে। ত্রাণের প্যাকেট পেয়ে তিনি বললেন- ঈদের আগে এই ত্রাণ হামার খুব উপকার হইল বাহে। আল্লাহ যেন বসুন্ধরা গ্রুপের ভালো করেন। ত্রাণ পেয়ে অনুভূতি প্রকাশ করে মাস্টার্স পাস দৃষ্টিহীন মো. আহাদ আলী জানান, ৫ বছর আগে তিনি দৃষ্টি হারিয়েছেন। তার দুই মেয়ের মধ্যে বড় মেয়ে মাহফুজার (৯) চোখের সমস্যা রয়েছে। নিজে আয় করতে পারেন না। অন্যের সহযোগিতায় সংসার চলে। তিনি এই ত্রাণ পেয়ে খুব খুশি। তিনি বলেন, ঈদের আগত এই সহায়তা কী উপকারত আসিল তা ভাষায় প্রকাশ করবার পারিম না। শারীরিক প্রতিবন্ধী নাদিয়াকে (১০) হুইল চেয়ারে নিয়ে এসেছেন তার বাবা নগরের পীরপুর এলাকার নাদিম মিয়া। করোনার কারণে কর্মহীন ছিলেন। ত্রাণ পেয়ে তিনিও খুব খুশি। নগরের গুপ্তপাড়া এলাকার রিকশাচালক নূর আলম বলেন, লকডাউনের কারণে ঠিকমতো রিকশা চালাতে পারেননি। প্রায় আধপেটা ছিলেন। ঈদের আগে এই ত্রাণ পরিবারের অন্য সদস্যদের মুখে হাসি ফোটাবে। ইটভাটায় কাজ করতেন খাসবাগ এলাকার নয়া মিয়া। বর্তমানে বেকার। তিনি বলেন, এই সাহায্য হামার বাড়ির সবার মুখে হাসি ফোটাইবে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক তাবিউর রহমান, রংপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান, কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শামীম আল মামুন, সদস্য শরীফ মাহ্দী আশরাফ জীবন, রংপুর জেলা শাখার সভাপতি ইরা হক, সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার রাব্বি, রংপুর সরকারি কলেজ শাখার সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মারুফা আক্তারসহ শুভসংঘের শুভ, মিশু, আরিফ, রোকসানা, রিতু, সোহাগ, জাহিদ, রবি, মিন্টু, জিহাদ, সোহেল, সাদিকুল, রিপন, আরমান, ফজলু, নিশি, আরিফ, হাবিব প্রমুখ। এর আগে পীরগঞ্জে ৩০০ অতিদরিদ্র পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দীন ভূঞা জনী, খালাশপীর বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের অধ্যক্ষ মমিনুল ইসলাম, শুভসংঘের পীরগঞ্জ উপজেলার উপদেষ্টা জুলফিকার হায়দার আলী, মিজানুর রহমান মিজান, সভাপতি আহসান হাবীবসহ অন্যদের মধ্যে রুজবেল মিয়া, মুসা, মিলন, ফাইজল, ফিরোজ, বক্কর, শরিয়াতুলা, সুমাইয়া, মাসুদ, রুবেল প্রমুখ। এরপর মিঠাপুকুরে ৩০০ অসহায় পরিবারের মাঝে সহায়তা প্রদান করা হয়েছে। সেখানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন ভূইয়া। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিঠাপুকুর প্রেস ক্লাবের সভাপতি শেখ সাদী সরকার, সাধারণ সম্পাদক সবুজ হোসেনসহ মিঠাপুকুর উপজেলার শুভসংঘের স্বেচ্ছাসেবী সাজেদুর রহমান, আনোয়ার সাদাত লিমন প্রমুখ। বিকালে বদরগঞ্জ উপজেলায় ৩০০ অসহায় মানুষের মাঝে সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট, পৌর মেয়র আহসানুল হক চৌধুরী টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান। পরে তারাগঞ্জ উপজেলায় অসহায় আরও ৩০০ মানুষের মাঝে ত্রাণ সহায়তা দেওয়া হয়।

সর্বশেষ খবর