শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১ ০০:০০ টা

মসজিদের মাইকে ডাকাত বলে পুলিশের ওপর হামলায় ১২৩ জনের নামে মামলা

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

পেকুয়ায় মসজিদের মাইকে ডাকাত বলে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশের কাজে বাধাদানের অভিযোগ এনে থানায় মামলা হয়েছে। এ মামলার এজাহার নামীয় আসামি নাজেম উদ্দিন নাজু (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার পেকুয়া থানার এসআই খায়ের উদ্দিন ভূঁইয়া বাদী হয়ে ৩৩ জনের নাম উল্লেখসহ আরও ৯০ জনকে অজ্ঞাতনামা করে মামলাটি করেন। মগনামা ইউনিয়নের মুহুরীপাড়া এলাকার বাসিন্দা ছদর উদ্দিনের ছেলে মমতাজুল ইসলামকে এ মামলার প্রধান আসামি করা হয়।

মামলার এহাজার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে মগনামা ইউপির চেয়ারম্যান ওয়াসিমের ভাই এনায়েত উল্লাহ ও মামাতো ভাই আরফাতকে মারধর করে গুরুতর আহত করে মমতাজের নেতৃত্বে সংঘবদ্ধ একদল সন্ত্রাসী। এ ঘটনায় পুলিশ খবর পেয়ে এসআই খায়ের উদ্দিন  ভূঁইয়ার নেতৃত্বে মুহুরীপাড়ায় অভিযানে গিয়ে ঘটনায় জড়িত নাছির উদ্দিন প্রকাশ বাদশা নামে একজনকে গ্রেফতার করে। পরে মুহুরীপাড়া স্টেশনে আসামাত্র সংঘবদ্ধ সন্ত্রাসীরা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ডাকাত এসেছে এমন কথা প্রচার করে। এ সময় স্থানীয় নারীদের লেলিয়ে দিয়ে এজাহার নামীয়সহ অজ্ঞাতনামা আসামিরা পুলিশের ওপর হামলা চালিয়ে তিন পুলিশ সদস্যকে আহত করে গ্রেফতার নাছির উদ্দিনকে ছাড়িয়ে নিয়ে যায়। আহত তিন পুলিশ সদস্য হাসপাতালে ভর্তি রয়েছেন। পুলিশের হাত থেকে অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করলে ১০ রাউন্ড গুলিবর্ষণ করে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় নাজেম উদ্দিন নাজু নামে একজনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। পরে ঘটনার খবর পেয়ে কক্সবাজার পুলিশ সুপার মো. হাসানুজ্জামান ও চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. তফিকুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন। পেকুয়া থানার ওসি মোহাম্মদ সাইফুর রহমান মজুমদার বলেন, পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর