রবিবার, ১৪ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

সংসদের পঞ্চদশ অধিবেশন আজ

বিশেষ ভাষণ দিতে পারেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

সংসদের পঞ্চদশ অধিবেশন আজ

করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনেই জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশন শুরু হচ্ছে আজ বিকাল ৪টায়। কভিড-১৯ পরীক্ষায় ‘নেগেটিভ’ সংসদ সদস্য ও সংসদের কর্মকর্তা-কর্মচারীরা রোস্টার মোতাবেক অধিবেশনে অংশ নেবেন। এ অধিবেশনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদে ভাষণ দিতে পারেন। সংসদের কার্যপ্রণালি বিধির ১৪৭-এর আওতায় আগামী ২৪ ও ২৫ নভেম্বর সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘সাধারণ আলোচনা’ অনুষ্ঠিত হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে গত বছর নভেম্বর মাসে অনুষ্ঠিত সংসদের বিশেষ অধিবেশনে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর ভাষণ দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এ বিষয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘আগামী ২৪ ও ২৫ নভেম্বর সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাধারণ আলোচনা হতে পারে। তারিখ এখনো চূড়ান্ত হয়নি। আমরা আশা করছি, ওই দুই দিন হতে পারে। মহামান্য রাষ্ট্রপতিকে আমরা আমন্ত্রণ জানাব। তিনি ভাষণ দেবেন। তারপর সাধারণ প্রস্তাব আসতে   পারে। পরে আলোচনা হবে।’ জানা যায়, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বিদেশ সফর শেষে দেশে ফেরার পর অধিবেশনের কার্যসূচি চূড়ান্ত করা হবে। সাধারণত সংসদের মেয়াদ ও কার্যসূচি ঠিক হয় কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে। তবে মহামারীকালে এ কমিটির কোনো বৈঠক হয়নি। এ অধিবেশন মাঝে একটি মুলতবি দিয়ে ২৫ অথবা ২৬ নভেম্বর পর্যন্ত  চলতে পারে বলে জানা গেছে। চলতি অধিবেশনে ‘রাষ্ট্রীয় জলসীমা এবং সামুদ্রিক অঞ্চল আইন’ বিলসহ গুরুত্বপূর্ণ বেশ কিছু আইন পাস হতে পারে। করোনাকালীন বিধি মানতে এবারও সংসদ অধিবেশন সরাসরি কভার করার সুযোগ পাচ্ছেন না সাংবাদিকরা। এরই মধ্যে সংসদের গণসংযোগ শাখা থেকে সংসদ টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচারিত অধিবেশন দেখে খবর সংগ্রহ করার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর