ভাড়া নিয়ে ঝগড়ার জের ধরে আবদুল হামিদ নামে এক যাত্রীকে বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাসচালক হাসান এবং সহকারী আশরাফকে গ্রেফতার করেছে পুুলিশ। শুক্রবার রাতে নগরীর কোতোয়ালি থানাধীন ইস্পাহানী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন বলেন, শুক্রবার রাতে হামিদ বহদ্দারহাট থেকে টাইগারপাস যাওয়ার জন্য ১০ নম্বর রুটের বাসে ওঠেন। গন্তব্যে পৌঁছাতে তিনি ৫ টাকা ভাড়া দেন। তখন বাসের সহকারী আরও ৩ টাকা দাবি করেন। এ নিয়ে ঝগড়ার এক পর্যায়ে হামিদকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে অভিযোগ করেন। পুলিশ গিয়ে হামিদকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এরপর টাইগারবাস এলাকা থেকে ওই বাসটির চালক ও সহকারীকে গ্রেফতার করা হয়।