রবিবার, ১৪ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

এক পোপা মাছ ১৪ লাখ টাকা!

কক্সবাজার প্রতিনিধি

এক পোপা মাছ ১৪ লাখ টাকা!

কক্সবাজারের টেকনাফে ফিশিং ট্রলারের জালে ধরা পড়েছে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের একটি পোপা মাছ। গতকাল ভোররাতে এফবি সালেহ আহমদ ফিশিং ট্রলারে মাছটি ধরা পড়ে। পরে বেলা ১১টার দিকে ট্রলারটি  টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়া ফিশারিঘাটে  ভেড়ানো হয়। ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের এই পোপা মাছের দাম ১৪ লাখ টাকা।  ট্রলারের মালিক সালেহ আহমদ বলেন, গত বুধবার সকালে মাছ ধরার জন্য টেকনাফের কায়ুকখালীয়া ঘাট থেকে ৯ জন মাঝি নিয়ে ট্রলারটি বঙ্গোপসাগরের উদ্দেশে রওনা দেয়। এর মধ্যে গতকাল ভোররাতে  জেলেরা জাল ওঠাতে গিয়ে দেখেন, জালে কয়েকটি লাল  কোরালসহ বড় একটি পোপা মাছ আটকা পড়েছে। মাছটি ট্রলারে তোলার পর মাঝি মোহাম্মদ হোসেন বিষয়টি তাঁকে জানালে তিনি ট্রলারটি টেকনাফে নিয়ে আসতে বলেন।

স্থানীয় লোকজনের কাছে মাছটি ‘কালা পোপা’ নামে পরিচিত। এ মাছের মূল আকর্ষণ হলো পেটের ভিতর থাকা পটকা বা বায়ুথলি (এয়ার ব্লাডার)। এই বায়ুথলি দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি করা হয়। এ জন্যই পোপা মাছের এমন আকাশচুম্বী দাম। স্থানীয় মাছ ব্যবসায়ী জামাল হোসেন বলেন, এ বছর  টেকনাফে আরও দুটি কালা পোপা মাছ ধরা পড়েছিল। এই মাছের পটকা থাইল্যান্ড ও সিঙ্গাপুরে রপ্তানি হয়। তাই এ মাছের এত দাম চাওয়া হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর