মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২ ০০:০০ টা
সারা দেশে খুনোখুনি চলছেই

আশুলিয়ায় রড দিয়ে পেটানো পোশাক শ্রমিকের মৃত্যু

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের আশুলিয়ার মোবাইলে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে রড দিয়ে পিটিয়ে আহত করা পোশাক শ্রমিক রাকিবুল ইসলাম উজ্জ্বল (২৪) মারা গেছেন। গত ১ জুলাই তাকে পেটানো হয়েছিল। জানা গেছে গতকাল সকালে সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই  পোশাক শ্রমিকের মৃত্যু হয়। নিহত উজ্জ্বল বগুড়ার সারিয়াকান্দি থানার চন্দনবাইশা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি আশুলিয়ার ভাদাইল এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে নতুন ইপিজেডে ‘প্যাকজার বাংলাদেশ লিমিটেড’ পোশাক কারখানায় কাজ করতেন।

উজ্জ্বলের মামাতো ভাই সজিব বলেন, বেশ কয়েকদিন আগে একটি ঘটনায় জুয়েল নামে এক ছেলের সঙ্গে উজ্জ্বলের মারামারি হয়। সেই ঘটনার জের ধরে গত শুক্রবার রাতে জুয়েল উজ্জ্বলকে ফোন করে বাসার পাশে  ডেকে নিয়ে যায়। সেখানে আগে থেকেই পাঁচ থেকে সাতজনকে প্রস্তুত রাখা ছিল। উজ্জ্বল সেখানে গেলে তারা সবাই মিলে রড দিয়ে তাকে এলোপাতাড়ি পেটায়। পরে গুরুতর অবস্থায় উজ্জ্বলকে প্রথমে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নেওয়া হয়। এ ব্যাপারে আশুলিয়ার থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু মণ্ডল বলেন, আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর