শিরোনাম
রবিবার, ২১ আগস্ট, ২০২২ ০০:০০ টা

কথা ও সুরে শোক পালন

সাংস্কৃতিক প্রতিবেদক

কথা ও সুরে শোক পালন

আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ। গতকাল সন্ধ্যায় একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্রের মিলনায়তনের এ আয়োজন দুই ভাগে বিভক্ত ছিল।

আলোচনা পর্বের শুরুতেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা অসীম কুমার উকিল। বিশেষ অতিথি সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর। সমন্বয় পরিষদের সহসভাপতি মাহমুদ সেলিমের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ড. বিশ্বজিৎ রায়। আলোচনায় বক্তারা ২১ আগস্ট শেখ হাসিনার ওপর ন্যক্কারজনক গ্রেনেড হামলায় জড়িতদের মৃত্যুদণ্ড দ্রুত কার্যকরের দাবি জানান। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে দলীয় গান, একক সংগীত, নৃত্য পরিবেশন করেন বরেণ্য ও প্রতিশ্রুতিশীল শিল্পীরা। দলীয় গানে অংশ নেয় রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা, নিবেদন, গীতশতদল, সংগীত ভবন, বিশ্ববীণা, সপ্তরেখা একাডেমি, বুলবুল ললিতকলা একাডেমি, সুরনন্দন, লোকারণ, অভ্যুদয়, প্রতীতি সংগীত একাডেমি, বেণুকা ললিতকলা একাডেমি, মরমি লোকগীতি শিল্পীগোষ্ঠী। একক গান পরিবেশন করেন ১০ জন বরেণ্য শিল্পী। এ পর্বের শুরুতেই বাঁশিতে শোকের আবহ তুলে ধরেন বংশীবাদক।

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর