সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

বিশ্ব ইজতেমা নিয়ে এবারও অনিশ্চয়তা

টঙ্গী প্রতিনিধি

রাজধানীর সন্নিকটে কহর দরিয়াখ্যাত টঙ্গী তুরাগ নদের তীরে আগামী ২০২৩ সালের ৫৫তম ইজতেমা অনুষ্ঠিত হবে কি হবে না, এ নিয়ে এবারও অনিশ্চয়তায় রয়েছেন মুসল্লিরা। কেউ বলছেন এবার বিশ্ব ইজতেমা হবে, আবার কেউ বলছেন, যোবায়ের ও সা’দ গ্রুপের মতবিরোধের কারণে হবে না। তবে আয়োজক কমিটির সংশ্লিষ্টরা বলছেন, করোনা মহামারির কারণে সরকারি নিষেধাজ্ঞা থাকায় গত তিন বছর ইজতেমার কার্যক্রম বন্ধ ছিল। যেহেতু এবার করোনার তীব্রতা নেই, সেহেতু আশা করি ৫৫তম ইজতেমা অনুষ্ঠিত হবে। তবে ইজতেমা ময়দানে প্রতি বৃহস্পতিবার রাতে মুসল্লিদের নিয়ে নিয়মিত আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। ওই সভায় ঘরে ঘরে দিনের দাওয়াত পৌঁছে দেওয়া, বিভিন্ন মেয়াদে চিল্লায় বেড়িয়ে পড়া ও আখেরাতে নিজ কর্মের প্রাপ্তি নিয়ে বয়ান করা হয়। টঙ্গী থানা মসজিদের ইমাম মাওলানা জালালউদ্দিন আসনারী বলেন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জামাত হলো টঙ্গীর বিশ্ব ইজতেমা। এখানে দেশি-বিদেশি লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি সমবেত হন। এখানে দিন ও আখেরাতের কথা হয়। আমরা চাই পূর্বের মতো আবার বিশ্ব ইজতেমা চালু হোক। ময়দানের কার্যক্রম চালু করার লক্ষ্যে মতবিরোধ না করে যোবায়ের ও সা’দ দুই পক্ষ এক হয়ে সরকারের কাছে আবেদন করবেন, এটাই আমাদের প্রত্যাশা- যোগ করেন তিনি। এদিকে সা’দ অনুসারী হিসেবে পরিচিত হাজী মনির বলেন, ২০১৯ সালের ইজতেমা শেষ হওয়ার পর করোনা মহামারি থাকায় তিন বছর হয়নি। তবে এবার যেহেতু করোনা মহামারি নেই, সেহেতু শতভাগ আশবাদী আগামী ২০২৩ সালের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।

সর্বশেষ খবর