মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

শিল্পকলায় শিখণ্ডী কথা

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় শিখণ্ডী কথা

মহাকাল নাট্য সম্প্রদায়ের প্রযোজনায় শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন হলো হিজড়া সমাজের মানুষের সুখ-দুঃখ কথামালায় গাঁথা গবেষণালব্ধ নাটক ‘শিখণ্ডী কথা’। গতকাল জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় নাটকটি। এটি ছিল নাটকটির ১৮৫তম মঞ্চায়ন। আনন জামানের রচনায় নাটকটির নির্দেশনায় ছিলেন ড. রশীদ হারুন।

হিজলতলী গ্রামের রমজেদ মোল্লার পরিবারে ছোট্ট ভ্রুণ চাঁদ সোনা এক শিশুপুত্র হয়ে জন্ম নেয়। তার নাম রাখা হয় রতন মোল্লা। কিন্তু বয়ঃসন্ধিকালে আবিষ্কৃত হয় সে অংশত নারী, অংশত পুরুষ। জীবনের সব স্বাভাবিকতা বিনষ্ট হয়ে জন্মের এক ভীষণ যন্ত্রণা দানবের মতো জীবনের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তাড়িয়ে বেড়ায় তাকে। এই লিঙ্গ প্রতিবন্ধীদের সুখ-দুঃখ নিয়েই নাটক ‘শিখণ্ডী কথা’। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মীর জাহিদ হাসান, মো. শাহনেওয়াজ, সামিউল জীবন, পলি বিশ্বাস, মায়া, রিপন রনি, সম্রাট, মো. সবুজ হোসেন, কানিজ ফাতেমা লিসা, সৈয়দ ফেরদৌস ইকরাম, রুদ্রতুল রানার, শিবলী সরকার, কামরুজ্জামান সবুজ, বাহার সরকার, আনন জামান, অর্ণব খান, ফারুক আহমেদ সেন্টু, আমিনুল আশরাফ, শাহরিয়ার পলিন, স্বপ্নীল, সোহেল আহমেদ, কোনাল আলী সাথী, ইকবাল চৌধুরী, রাসেল আহমেদ, তারক দাস, মো. আহাদ, রাকিব হাসান, মিজান শান্ত, মনিরুল আলম কাজল প্রমুখ। অন্যদিকে একই সময়ে জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হয় আরণ্যক নাট্যদল প্রযোজিত নাটক ‘কহে ফেসবুক’।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর