মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

বায়ুদূষণে ফের শীর্ষে ঢাকা

নিজস্ব প্রতিবেদক

বায়ুদূষণে ফের শীর্ষে ঢাকা

বায়ুদূষণে রাজধানীর যাত্রাবাড়ী -জয়ীতা রায়

রাজধানী ঢাকার বায়ুর মান বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি অস্বাস্থ্যকর। এর পরের অবস্থান ভারতের কলকাতা ও দিল্লি। এমনই তথ্য প্রকাশ করেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান-আইকিউ। বিশেষজ্ঞরা বলছেন, এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার। মাত্র এক-দেড় বছর আগেও করোনা মহামারির সময়ে তেমন বায়ু দূষণ ছিল না। কিন্তু করোনা পরবর্তী যখন থেকে যানবাহন চলাচল, বড় বড় প্রকল্পের কাজ শুরু হয়েছে, তখন থেকে আবারও বেড়েছে বায়ু দূষণ। দূষণের মাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে। এখন এর মাত্রা বিশ্বে সর্বোচ্চ। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান-আইকিউ প্রতিনিয়ত বিভিন্ন দেশের বাতাসের মান পর্যবেক্ষণ করছে। সংস্থাটির গতকালের তথ্য বলছে, ঢাকার কোয়ালিটি ইনডেক্সে ১৯৫ স্কোর রেকর্ড করা হয়েছে। ১৮৮ স্কোর নিয়ে দ্বিতীয় কলকাতা এবং ১৮৩ নিয়ে দিল্লি তৃতীয় অবস্থানে। সবচেয়ে ভালো বায়ুর মান কম্বোডিয়ার নমপেন শহরে। ইনডেক্স স্কোর ১০০ থেকে ২০০ পর্যন্ত হলে বায়ুর মান অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। 

বাংলাদেশে বাতাসের মান নির্ণয়ের জন্য সূচক-একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে। এগুলো হলো বস্তুকণা, এনও২, সিও, এসও২ এবং ওজোন। পরিবেশবাদী সংগঠনগুলো এসব দূষণ নিয়ন্ত্রণে কাজ করার তাগিদ দিয়ে আসছে।

সর্বশেষ খবর