মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

বিএনপি নেতা কামাল হত্যায় তিন আসামি রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট জেলা বিএনপি নেতা আ ফ ম কামাল হত্যা মামলায় গ্রেফতার তিন আসামিকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল দুপুরে তাদের আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তারা হলেন সিলেটের এয়ারপোর্ট থানাধীন বাদামবাগিচা আবাসিক এলাকার মাসুকের ছেলে মিশু (২৬), বড়বাজার গোয়াইপাড়ার মৃত নুর মিয়ার ছেলে মনা (২৫) ও একই এলাকার কুটি মিয়া (২৪)। অবশ্য প্রধান অভিযুক্ত ছাত্রলীগ নেতা আজিজুর রহমান সম্রাট এখনো অধরা রয়েছেন। গত ৬ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আ ফ ম কামাল সিলেট বিমানবন্দর এলাকা থেকে আম্বরখানা বড়বাজার হয়ে গোয়াইটুলার দিকে যাওয়ার পথে ছুরিকাঘাতে খুন হন। দুই মোটরসাইকেলে পাঁচ দুর্বৃত্ত এসে বড়বাজার ১১৮ নং বাসার সামনে কামালের গাড়ির গতিরোধ করে এলোপাতাড়ি ছুরিকাঘাত শেষে পালিয়ে যায়। পরে স্থানীয়রা কামালকে উদ্ধার করে ওসমানী মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দুই দিন পর নিহতের বড় ভাই ময়নুল হক বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় ছাত্রলীগ নেতা আজিজুর রহমান সম্রাটসহ ১০ জনের নামোল্লেখ করা হয়। ঘটনার পর সিলেটজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযুক্তদের ধরতে চিরুনি অভিযান শুরু করে র‌্যাব-পুলিশ। পরবর্তীতে কুটি মিয়াকে এয়ারপোর্ট থানা পুলিশ এবং মিশু ও মনাকে র‌্যাব গ্রেফতার করে। তবে মূল অভিযুক্ত ছাত্রলীগ নেতা এখনো অধরা রয়েছেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির বলেন, আদালত তিন আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। বাকি আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলে জানান ওসি মাইনুল জাকির।

সর্বশেষ খবর